জলপাইগুড়ি: গলায় তীব্র ইনফেকশন। অসুস্থ জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। নির্বাচন পর্বের শেষের দিক থেকে তাঁর গলায় ব্যথা সহ অন্যান্য অসুবিধা হচ্ছিল। ওইভাবেই ভোট পর্ব মিটিয়ে নেন। পরে গলার ব্যথা বাড়লে চিকিৎসক শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। তখনই গলায় ইনফেকশন ধরা পড়ে। বাসিন্দা
জানা গিয়েছে, সম্প্রতি তাঁর গলা বসে যায়। এরপর বুধবার তিনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখালে তাঁকে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করার নির্দেশ দেন চিকিৎসক। এরপর ওই পরীক্ষা করালে তাঁর ভোকাল কর্ডে সমস্যা ধরা পড়ে। এরপর চিকিৎসকরা তাঁকে বিভিন্ন ওষুধ দেওয়ার পাশাপাশি কথা বলতে নিষেধ করেছেন। একইসঙ্গে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে। বর্তমানে সাংসদকে কথা বলার বদলে লিখে লিখে কাজ চালাতে বলা হয়েছে জানিয়েছেন তাঁর আপ্ত সহায়ক।
প্রসঙ্গত, এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। একবার নয় দু’বার অসুস্থ হয়ে পড়ার খবর আসে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়। তার আগে কল্যাণী এইমস হাসপাতালেও অসুস্থতার জেরে ভর্তি হতে হয় প্রার্থীকে।