জলপাইগুড়ি: বিজেপির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ, উত্তেজনা জলপাইগুড়িতে। বোর্ড গঠনের দিন যতই এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে জলপাইগুড়ির মাটি। দল বদল,প্রার্থী কেনা বেচার পাশাপাশি এবার বিজেপি প্রার্থী, প্রার্থীর পরিবার এবং বুথের সহ সভাপতিকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রতিবাদে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের রানিনগর এলাকা অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা।
অভিযোগ, রবিবার রানিনগর বামন পাড়া বুথের বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য পূর্ণিমা রায়,বুথের সহ সভাপতি অমর কুমার রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের বাড়ির দরজায় তালা। সম্ভাব্য সমস্ত এলাকায় খোঁজ করা হয়েছে। তারপর পরিবারের অন্যান্য সদস্যদের তরফে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। বিজেপি অভিযোগ, এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। অপহরণ করা হয়েছে তাঁদের। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপির অঞ্চল সভাপতি হরিমোহন মন্ডল বলেন, ” আমাদের নব নির্বাচিত পঞ্চায়েতকে অপহরণ করেছে তৃণমূল। আমরা থানায় অভিযোগ দায়ের করছি। প্রতিবাদে পথ অবরোধও হচ্ছে।”
বিজেপির সহ সভাপতি অমর কুমার রায় জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার সঙ্গে অনুগামীরাও যোগ দিয়েছে।
তৃণমূলের এসসি, এসটি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, ” কোনও অপহরণের ঘটনা ঘটেনি। এরা সবাই আমাদের দলে আসতে চেয়েছিল। আমরা দলে নিয়েছি।” এদিন কিছুক্ষণ পথ অবরোধের পর পুলিশ আসে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকরা।