Jalpaiguri: ধৃতদের থেকে মিলেছে রামকৃষ্ণ মিশনের চুরি যাওয়া সামগ্রী, জানালেন আইনজীবী
Ramakrishna Mission: জানা যাচ্ছে, এদিন আর অভিযুক্তদের নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়নি পুলিশ। অন্যদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী আবার তাঁর মক্কেলদের জামিনের জন্য আবেদন জানান আদালতে। দুই পক্ষের বক্তব্য শোনার পর এদিব জলপাইগুড়ি আদালতের বিচারক অভিযুক্তদের জামিনের আর্জি না মঞ্জুর করে দেন।
জলপাইগুড়ি: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন সেবক হাউজ়ে হামলার ঘটনায় ধৃতদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। গত ১৯ মে সশস্ত্র অবস্থায় একদল দুষ্কৃতী ঢুকে পড়েছিল সেবক হাউজ়ে। সেই ঘটনায় প্রথমে পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ২২ মে তাদের অভিযুক্তদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। পরে গত শনিবার আরও দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সব মিলিয়ে মোট সাতজনকে গ্রেফতার করা হয় সেবক হাউজ়ে হামলার ঘটনায়। প্রথমে গ্রেফতার হওয়া পাঁচ জনকে এদিন ফের পেশ করা হয়েছিল জলপাইগুড়ি আদালতে। সেখানে বিচারক আজ তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা যাচ্ছে, এদিন আর অভিযুক্তদের নতুন করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়নি পুলিশ। অন্যদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী আবার তাঁর মক্কেলদের জামিনের জন্য আবেদন জানান আদালতে। দুই পক্ষের বক্তব্য শোনার পর এদিব জলপাইগুড়ি আদালতের বিচারক অভিযুক্তদের জামিনের আর্জি না মঞ্জুর করে দেন। এদিন আদালতের ঘটনাক্রম প্রসঙ্গে সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ অভিযুক্তদের হেফাজতে নিয়ে তাঁদের কাছ থেকে ধারালো অস্ত্র এবং সেবক হাউজ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে।’
অন্যদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক বলেন, ‘আজ বিচারকের কাছে আমার মক্কেলের জামিন চাই এবং কলকাতা হাইকোর্টের রিট পিটিশনের অর্ডার কপি দাখিল করি। কিন্তু জামিন না মঞ্জুর হয়।’ উল্লেখ্য, আগামী ১০ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।