জলপাইগুড়ি: ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন ‘তিনি’। দিনের আলোতেও স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সে সময়ে পড়ুয়া বা শিক্ষক, কেউই বাইরে ছিলেন না। ক্লাসে ব্যস্ত ছিলেন। ফাঁকা ক্যাম্পাসে সেই ভিডিয়ো তুলেছিলেন কেউ। রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা এখন ত্রস্ত। রামকৃষ্ণ মিশনে এখন নেকড়ে বাঘ আতঙ্ক। উদ্ধারে জাল নিয়ে স্কুলে যায় বন্য প্রাণী বিভাগ।
এক প্রাণী দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। জন্তুটির ছবি মোবাইল বন্দি করে কেউ। এরপর সেই ভিডিয়ো নেকড়ে বাঘ বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাকে ঘিরে রবিবার বিকাল থেকে ব্যাপক আতঙ্ক।
খবর পৌঁছয় সেচ্ছাসেবী সংগঠন ও বন দফতরের কাছে। আহত সেই জন্তুটি ততক্ষণে আশ্রয় নেয় মিশনের নির্মিয়মান ভবনে। এরপর সেখানে জাল নিয়ে যান বনকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় জাল ফেলে পাকড়াও করেন তাঁরা।
আশ্রমের সন্ন্যাসী স্বামী প্রভোরানন্দ বলেন, “একটি অজানা জন্তু আমদের নজরে আসে। ফোটো তোলা হয়। আমাদের মনে হয় নেকড়ে বাঘ এসেছে। পরে বন বিভাগকে খবর দিলে ওঁরা আসেন। উদ্ধার করে নিয়ে যান।”
বন বিভাগের ডেপুটি রেঞ্জার সুরজিৎ সেনগুপ্ত বলেন, “এটি একটি পূর্ণ বয়স্ক জঙ্গল ক্যাট। তবে মারাত্বকভাবে আহত অবস্থায় রয়েছে। উদ্ধার করা হয়েছে। দ্রুত চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রাণী চিকিৎসক প্রাণীটিকে পরীক্ষা করবেন।”
বন দফতরের প্রাণী চিকিৎসক ডাক্তার শ্বেতা মণ্ডল বলেন, “জঙ্গল ক্যাটটির গায়ে অনেকটা পুরোনো ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নিজেদের মধ্যে লড়াই হচ্ছিল। সেই ক্ষতস্থানে পোকা (ম্যাগট) হয়ে গিয়েছে। চিকিৎসা শুরু হয়েছে।”