25 years of imprisonment: জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের দায়ে জওয়ানের ২৫ বছরের কারাদণ্ড

Nileswar Sanyal | Edited By: সঞ্জয় পাইকার

Sep 08, 2024 | 4:34 AM

25 years of imprisonment: পকসো আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ৭ মে। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ১৪ বছরের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সেনা বাহিনীতে কর্তব্যরত এক জওয়ানকে গ্রেফতার করে জলপাইগুড়ি বানারহাট থানার অধীনে থাকা বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ।

25 years of imprisonment: জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের দায়ে জওয়ানের ২৫ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি

Follow Us

জলপাইগুড়ি: এক নাবালিকাকে ধর্ষণের দায়ে ২৫ বছরের কারাদণ্ড হল এক সেনা জওয়ানের। একটি সেনা ছাউনিতে থাকা এক নাবালিকাকে ধর্ষণ করে গর্ভনিরোধক পিল খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই জওয়ানের বিরুদ্ধে। শুনানির পর দোষীসাব্যস্ত ওই জওয়ানকে ২৫ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। এক লক্ষ টাকা জরিমানাও করল। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ। একইসঙ্গে ওই নাবালিকা এবং তার পরিবারকে ৩ লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিশেষ পকসো আদালতের বিচারক ইন্দিবর ত্রিপাঠী।

পকসো আদালতের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ৭ মে। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ১৪ বছরের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সেনা বাহিনীতে কর্তব্যরত এক জওয়ানকে গ্রেফতার করে জলপাইগুড়ি বানারহাট থানার অধীনে থাকা বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। প্রায় আড়াই বছর ধরে মামলা চলে। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর শনিবার দোষী সাব্যস্তকে ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ইন্দিবর ত্রিপাঠী।

অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

এই খবরটিও পড়ুন

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article