জলপাইগুড়ি: বাড়িঘর ভালো! সে বাড়িতে নজর ছিল বেশ কয়েকদিনের। কিন্তু সেটা টেরও পাননি ব্য়বসায়ী। পেশায় তিনি সিগারেট ডিস্ট্রিবিউটারের ম্যানেজার। মঙ্গলবার সন্ধ্যায় অফিস থেকে সবেমাত্র তিনি ঘরে ঢুকেছিলেন। হঠাৎ কলিং বেল। আর দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তারা। হাতে আগ্নেয়াস্ত্র একবারে ম্যানেজারের বুকে ঠেকিয়ে সর্বস্ব লুঠ! ভরসন্ধ্যায় ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়ির বানারহাচের শান্তিপাড়া কলোনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপাড়া কলোনির দীর্ঘদিনের বাসিন্দা সমীর সরকার। তাঁর বয়ান অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় তিনি কাজ সেরে বাড়িতে ফিরেছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই দুষ্কৃতী হামলা হয়। আলমারি থেকে নগদ সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে যায় বলে দাবি তাঁর। কয়েক মিনিটের অপারেশন। তার মধ্যে সব হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। ভরসন্ধ্যায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এলাকা। থানার ঠিক পেছনেই এই পাড়া। ভোর সন্ধ্যায় সেখানেই এই ধরনের ঘটনা, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘরের ভিতরে দুষ্কৃতী তাণ্ডবের সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।