জলপাইগুড়ি: সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে এবার একজোট হলেন গ্রামবাসীরা। গ্রামে গ্রামে টিম করে সচেতনতা প্রচার। জেল ভাঙা জামাত জঙ্গিরা যে কোনও সময় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে থাকা খারিজা বেরুবারি ২ নং গ্রামপঞ্চায়েতের নতুন সর্দার পাড়া গ্রামে এই বার্তা নিয়ে সচেতনতা প্রচার করে গিয়েছিলেন BSF এর 93 নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকরা। কোনও অপরিচিত মানুষ দেখলে গ্রামবাসীদের কী কর্তব্য সেটাও বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। এবার কাজে লাগল BSF এর সেই সচেতনতা প্রচার।
বুধবার নতুন সর্দার পাড়া গ্রামে এসে দেখা গেল, একদিকে এখানকার মানিকের ডাঙা প্রাথমিক স্কুলের শিক্ষকরা পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রচার করছেন। অন্যদিকে স্কুল শিক্ষকরা গ্রামবাসীদের সঙ্গে একজোট হয়ে দল বেঁধে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছেন।
পাশাপাশি, নিরাপত্তা আরও জোরদার করতে এবং অনুপ্রবেশ যাতে না ঘটে তার জন্য বিএসএফের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরাও বৈঠকে বসছেন। মূলত বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে যাতে কোন ভাবে অনুপ্রবেশ না ঘটে সেই বিষয়ে গুরুত্ব দিতেই, নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বৈঠক হয়। গেদে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন পঞ্চায়েত প্রধান সদস্য-সহ অন্যান্য প্রতিনিধিরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)