জলপাইগুড়ি: উত্তাল বাংলাদেশ। আর এই মুহুর্তে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সামলে রাখতে গ্রামবাসীদের ভূমিকা কেমন হওয়া উচিৎ, তা নিয়ে বাসিন্দাদের সঙ্গে জরুরী বৈঠক সারলেন BSF আধিকারিক। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবারি গ্রামপঞ্চায়েতে রয়েছে সীমান্ত। যা BSF এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অধীনে রয়েছে। ওই এলাকার ঘোরাদাওয়া গ্রামে শুক্রবার বিকালে গ্রামবাসীদের সঙ্গে জরুরি বৈঠক সারেন BSF-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার।
বিএসএফ কর্তা জানিয়েছেন, সীমান্ত ঘেঁষা এইসব গ্রাম গুলিতে বেশিরভাগ মানুষ পেশায় কৃষক। এই মুহূর্তে তাঁদের কাছে শাকসবজি চাষের তুলনায় ভুট্টা চাষে বেশি উৎসাহী। কিন্তু সীমান্তে থাকা কাঁটাতারের দেড়শ গজের মধ্যে ৩ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন শস্য চাষে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ বেশি উচ্চতা সম্পন্ন ভুট্টা বা আখ গাছের আড়ালে শত্রু পক্ষ সহজেই লুকিয়ে থাকতে পারে। এর ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই আসতে চলেছে ভুট্টা চাষের সময়।
গ্রামবাসীদের আগাম সচেতন করে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। যাতে পরবর্তীতে কোনও সমস্যা না হয়।পাশাপাশি গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের বেশি করে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে গ্রামবাসীদের সচেতন করা হয়েছে।