জলপাইগুড়ি: সভা চলাকালীন আচমকাই লাইভ ভিডিয়ো কলে হাজির নিষিদ্ধ জঙ্গি সংগঠন KLO সুপ্রিমো জীবন সিংহ। বিষয়টি জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিলেন পুলিশ সুপার। অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের পক্ষ থেকে গত শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতের জুগনি ডাঙা গ্রামে একটি সভার আয়োজন করা হয়। সংগঠন সূত্রে জানা গিয়েছে, জীবন সিংহের সঙ্গে কেন্দ্রের দ্রুত শান্তি চুক্তি সম্পন্ন করা, কামতাপুর ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা সহ আরও একাধিক বিষয়ে আলোচনার জন্যই এই সভা বসেছিল।
এর পাশাপাশি লোকসভার শীতকালীন অধিবেশনে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবিও ওঠে বলে খবর। যদি তা না করা হয় তবে আসন্ন লোকসভা নির্বাচন বয়কট করা হবে। এই হুঁশিয়ারিও দেওয়া হয়। গত শুক্রবার এই সভা চলাকালীন সংগঠনের পক্ষ থেকে জীবন সিংহের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়। এরপর তিনি যা বলেন তা প্রথমে মাইক্রোফোনের মাধ্যমে শোনানো হয়। পরে জীবন সিংহের সঙ্গে লাইভ ভিডিও কল করা হয় বলে খবর। মোবাইল স্ক্রিনে অনুগামীরা তাদের প্রিয় নেতাকে দেখতে পেয়ে আপ্লুতও হয়ে পড়েন। দীর্ঘক্ষণ চলে কথোপকোথন।
অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল রায় বলেন, সভায় উপস্থিত সদস্যদের মধ্যে জীবন সিংহের বার্তা শোনানো হয়েছে। এছাড়া ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে কথা বলা হয়েছে। যদিও মোবাইলের অপর পারে থাকা ব্যাক্তি জীবন সিংহ কিনা তার সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা।
অন্য দিকে নশ্য শেখ সংগঠনের সদস্য এম ডি হাসিবুল বলেন, আজ আমাদের নেতা জীবন সিংহ খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। কেন্দ্র সরকার আমাদের উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল গড়ে তুলবে বলে আশ্বাস দিয়েছিল। আমরা আশাবাদী লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনে সেই বিল পাস হবে। যদি তা না হয় তবে আমরা লোকসভা নির্বাচনে ভোট বয়কট করব। তবে পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন ওই মিটিংয়ে কি হয়েছে তা তাঁর জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
প্রসঙ্গত, গত দুই দশকেরও বেশি সময় ধরে পুলিশের খাতায় ফেরার নিষিদ্ধ জঙ্গি সংগঠন KLO সুপ্রিমো জীবন সিংহ। ২০০৩ সালের ডিসেম্বর মাসে ভুটানে সেনা অভিযানের পর থেকে আর তার কোনও নাগাল পায়নি পুলিশ। এরপর গত ২০ বছর ধরে বিভিন্ন গোয়েন্দা সূত্র মারফৎ জানা গিয়েছে জীবন সিংহ কখনও বাংলাদেশ, কখনও আবার ভুটান,নেপাল কিংবা মায়ানমারে গোপন ডেরায় গা ঢাকা দিয়েছেন। গত বছর অসম সরকারের মাধ্যমে কেন্দ্রের সঙ্গে জীবন সিংহর শান্তি আলোচনা এগোয় বলে খবর। আলোচনা এগনোয় জীবন সিংহ অসম সরকারের মাধ্যমে আত্মসমর্পণ করে ছিলেন বলেও শোনা যায়। কিন্তু এই সংক্রান্ত খবরের সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এই নিয়ে প্রশ্নও তুলেছিলেন এক সময় জীবন সিংহর ছায়াসঙ্গী হিসাবে কাজ করা মূল স্রোতে ফেরা প্রাক্তন জঙ্গিরা। জীবন সিংহকে প্রকাশ্যে না আনলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে ছিলেন তাঁরা। এইসবের মধ্যেই জলপাইগুড়ি র রাজগঞ্জে প্রকাশ্য জনসভায় জীবনের ভিডিয়ো কলের মাধ্যমে তাঁর উপস্থিতির খবরকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে। লোকসভা ভোটের আগে জীবনের এই উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলেও জোর জল্পনা চলছে।