ময়নাগুড়ি: পঞ্চায়েতের (Panchayat) বোর্ড গঠনের দিন দলীয় কোন্দলের অভিযোগ। দলের এক অংশের হাতে নিগৃহীত অঞ্চল সভাপতি। দলের নির্দেশ ছিল মুখ বন্ধ খামে যাদের নাম থাকবে তাঁদেরকেই প্রধান ও উপপ্রধান পদে মেনে নিতে হবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ভোটাভুটি হয়। অঞ্চল সভাপতিকে পুলিশের সামনেই হেনস্থা করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে পদত্যাগ করলেন খোদ অঞ্চল সভাপতি। ১৪ জন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য, ৩ জন নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য, ২১ জন বুথ সভাপতি-সহ শতাধিক অনুগামী নিয়ে সাংবাদিক সম্মেলন করে ইস্তফা দেন তৃণমূলের ময়নাগুড়ি বার্নিশ অঞ্চলের সভাপতি দেবদুলাল বৈদ্য।
অবরোধ করা হয় জাতীয় সড়কও। ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে। তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত টেলিফোনে বলেন, “পদত্যাগের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা আজ পদত্যাগ করলেন তাঁরা দলের সম্পদ ছিলেন। তাই এই ক্ষতি তৃণমূল মেনে নেবে না। দল এই ঘটনায় পূর্নাঙ্গ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”
ব্লক কমিটির সম্পাদক প্রদীপ রায় বলেন, “শান্ত পরিবেশকে অশান্ত করে আমাদের অঞ্চল সভাপতির গায়ে হাত তোলা হয়েছে। অঞ্চল সভাপতি পরিষ্কার বলেছিলেন দলের নির্দেশে যাঁর নাম এসেছে সেই প্রধান হবে। কিন্তু, তারপরেও তাঁকে হেনস্থা করে। তৃণমূলের লোকজনই এটা করে। এটা তো ঠিক নয়।”