Rahul Gandhi: থাকছে কড়াইশুঁটির কচুরি, বাদ যাচ্ছে না মালাই চিংড়ি, রাহুলের মেনুতে আর কী কী থাকছে?

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Jan 28, 2024 | 12:01 PM

Rahul Gandhi: টিম রাহুলের জন্য খাবার তৈরিতে সকাল থেকেই খুব ব্যস্ততা দেখা গেল খান্ডালা ধাবার কর্মীদের মধ্যে। হোটেল মালিক প্রলয় নাগ বলছেন, আড়াইশো থেকে তিনশো লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই আমরা আয়োজন শুরু করে দিয়েছি।

Rahul Gandhi: থাকছে কড়াইশুঁটির কচুরি, বাদ যাচ্ছে না মালাই চিংড়ি, রাহুলের মেনুতে আর কী কী থাকছে?
জোর ব্যস্ততা ধাবায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে এসে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিনই আবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দেখা কী আদৌও হবে? বাড়ছে জল্পনার পারদ। বাগডোগরা বিমান বন্দরে নামার পর রাহুল সরাসরি যাচ্ছেন জলপাইগুড়ি। জলপাইগুড়িতে কর্মসূচি শেষে ন্যায় যাত্রার নির্দিষ্ট গাড়ি করে শিলিগুড়ি আসার কথা রয়েছে। থানা মোড় থেকে এয়ারভিউ মোড় অবধি একটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে। মধ্যাহ্নভোজ করার কথা ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়পুর এলাকার খান্ডালা ধাবায়। কী থাকছে রাহুলের পাতে? 

শোনা যাচ্ছে, রাহুলের মেনুতে থাকতে পারে কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম। সাদা ভাতের সঙ্গে মালাই চিংড়ি। শেষ পাতে গাজরের হালুয়া। টিম রাহুলের জন্য খাবার তৈরিতে সকাল থেকেই খুব ব্যস্ততা দেখা গেল খান্ডালা ধাবার কর্মীদের মধ্যে। হোটেল মালিক প্রলয় নাগ বলছেন, আড়াইশো থেকে তিনশো লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই আমরা আয়োজন শুরু করে দিয়েছি। সব কিছুই থাকছে। ছোলার ডাল আছে, গাজরের হালুয়া, মালাই চিংড়ি থাকছে। উনি যে এখানে খাবেন এটা ভেবে খুবই ভাল লাগছে। আমাদের কর্মীরাও খুব খুশি। আমরা চেষ্টা করছি সবটা ভালভাবে করার। 

এদিনই ফের রাহুল গান্ধীর ফ্লেক্সে ব্লেড চালানোর অভিযোগ উঠেছে। ধূপগুড়ির পর জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে সহ একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এদিন দুপুর দু’টোর পর এই পথ দিয়েই রোড শো করার কথা রয়েছে রাহুল গান্ধীর। ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। একইসঙ্গে আবার রাহুল গান্ধীর টিমের বাস আটকে দেওয়ার খবরও আসছে। আটকেছে পুলিশ। এই অভিযোগে সরগরম জলপাইগুড়ি পাহাড়পুর মোড়। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস ঢুকতেই আটকে দেয় হয় পুলিশ, অভিযোগ এমনটাই। শুরু হয় বচসা। যেহেতু পুলিশের চাকরির পরীক্ষা রয়েছে সে কারণেই বাস ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Next Article