Road Accident: পিকআপ ভ্যান পিষে দিল ৪ বছরের শিশুকে, দোলের রং বিবর্ণ মুহূর্তে

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Mar 26, 2024 | 7:27 AM

Jalpaiguri: রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রামপঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা সংলগ্ন ৯ নম্বর কলোনি। এলাকায় সোমবার দোলের উৎসব চলছিল। সকলে রঙের খেলায় মেতে। আট থেকে আশি, ছিলেন সকলেই। অভিযোগ, এরইমধ্যে একটি পিকআপ ভ্যান এলাকা দিয়ে যাওয়ার সময় চার বছরের এক শিশুকে পিষে দেয়।

Road Accident: পিকআপ ভ্যান পিষে দিল ৪ বছরের শিশুকে, দোলের রং বিবর্ণ মুহূর্তে
পথদুর্ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: দোলের দিন পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক পরিণতি চার বছরের শিশুর। পিকআপ ভ্যানটি একেবারে পিষে দেয় বাচ্চাটিকে। আর এরপরই উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় গাড়িতে। মাঝরাস্তায় দাউ দাউ করে জ্বলতে থাকে তা। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা এলাকা। পুলিশ ঘটনাস্থলে এলেও পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়।

রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রামপঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা সংলগ্ন ৯ নম্বর কলোনি। এলাকায় সোমবার দোলের উৎসব চলছিল। সকলে রঙের খেলায় মেতে। আট থেকে আশি, ছিলেন সকলেই। অভিযোগ, এরইমধ্যে একটি পিকআপ ভ্যান এলাকা দিয়ে যাওয়ার সময় চার বছরের এক শিশুকে পিষে দেয়।

এরপরই ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় পিকআপ ভ্যানে। পরিস্থিতি সামাল দিতে আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। এদিকে মাঝরাস্তায় তখন দাউ দাউ করে জ্বলছে গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পরই ক্ষিপ্ত জনতা গাড়ির চালককে আটকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশের টিম মোতায়েন করা হয়।

Next Article