জলপাইগুড়ি: সোশ্যাল মিডিয়ায় আলাপ। তারপর বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। তবে প্রেমিক প্রেম প্রত্যাখ্যান করায় আত্মহত্যার পথ বাছল স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির মাধবডাঙা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম ডলি রায়। সে ময়নাগুড়ির সুভাষ নগরহাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ বন্ধ ঘরে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর রবিবার তার দেহের ময়নাতদন্ত করে পরিবারের হাতে দেহ তুলে দেয় পুলিশ।
রবিবার মৃতদেহ গ্রামে প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। স্থানীয় শ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। যার জন্য এমন ঘটনা ঘটেছে তার শাস্তির দাবি করেছে পরিবারের লোকজন। জানা গিয়েছে , ডলির বয়স ১৯ বছর। বেশ কয়েক মাস আগে সে মোবাইল কিনেছিল। সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সাথে তার পরিচয় হয়। এরপর ভালবাসায় দু’জন জড়িয়ে পড়ে। অভিযোগ প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ডলি।
দাদা অভিষেক রায় বলেন, “শনিবার দুপুর নাগাদ ডলি তার ঘরের দরজা বন্ধ করেছিল। দীর্ঘক্ষণ সেই ঘরের দরজা বন্ধ থাকতে দেখে কাকা ঘরের বাইরে থেকে ডলিকে ডাকতে থাকে। কিন্তু উত্তর না দেওয়ার কারণে কাকা কাকিমা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। প্রবেশ করেই দেখতে পায় সে গলার ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।” অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।