Jalpaiguri: নীল সাদা নয়, সাদা খাকি পোশাকই চাই; শতবর্ষ প্রাচীন স্কুলের ছাত্ররা অবরোধে

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Oct 12, 2023 | 7:35 PM

Jalpaiguri: নবজিত দাস নামে এক ছাত্রের কথায়, তাদের স্কুল শতবর্ষ প্রাচীন। সাদা জামা আর খাকি প্যান্ট এই স্কুলের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে। নবজিতের কথায়, গত বছর থেকে নীল সাদা পোশাক দেওয়া শুরু হয়েছে। গতবারও ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার ফের নীল প্যান্ট, সাদা জামা দিল।

Jalpaiguri: নীল সাদা নয়, সাদা খাকি পোশাকই চাই; শতবর্ষ প্রাচীন স্কুলের ছাত্ররা অবরোধে
অবস্থান বিক্ষোভ ছাত্রদের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: এর আগের দিন স্কুলের সামনে পাওয়া গিয়েছিল ছেঁড়া স্কুল-পোশাক। আর এবার পথ অবরোধ পড়ুয়াদের। নীল সাদা স্কুলের পোশাক পরতে নারাজ। তাই বৃহস্পতিবার স্কুল ছুটির পর পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের ছাত্রদের একাংশ। চার মাথার মোড় আটকে চলে তাদের বিরোধিতা। এদিকে সার্কিট বেঞ্চে যাওয়ারও এটাই রাস্তা। খবর পেয়েই ছুটে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আইসি (ট্রাফিক) সৈকত ভদ্রও আসেন। পুলিশ দেখেও দমেনি ছাত্ররা। তারা দাবি করে, ডিআই না আসা পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। পুলিশ অবশ্য নরম সুরে তাদের বোঝায়। বেশ কিছুক্ষণ কথা, পাল্টা কথা চলে। সূত্রের খবর, পুলিশ অবস্থানকারীদের আশ্বস্ত করে, ডিআইয়ের কাছে তাদের দাবি পৌঁছে দেবে। এরপর রাস্তা ছাড়ে তারা।

গৌরব চক্রবর্তী নামে এক পথচারি বলেন, “এমন ছবি দেখিনি। স্কুলে পোশাক পরে দেখলাম একদল ছাত্র মাঝ রাস্তায় বসে আছে। রাস্তা একেবারে অবরুদ্ধ। বক্তব্য কিংবা প্রতিবাদ সকলেরই করার অধিকার আছে। কিন্তু তাতে পথচলতি মানুষের সমস্যা করে লাভ হবে কি?”

নবজিত দাস নামে এক ছাত্রের কথায়, তাদের স্কুল শতবর্ষ প্রাচীন। সাদা জামা আর খাকি প্যান্ট এই স্কুলের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে। নবজিতের কথায়, গত বছর থেকে নীল সাদা পোশাক দেওয়া শুরু হয়েছে। গতবারও ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার ফের নীল প্যান্ট, সাদা জামা দিল। স্কুলের ঐতিহ্য এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না, বক্তব্য ওই ছাত্রের।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু জানান, গত কয়েকদিন ধরে স্কুলে নতুন পোশাক দেওয়া হচ্ছে। প্রায় সকলকেই তা দেওয়া হয়েছে। স্কুলে এই পোশাক বিলি নিয়ে কোনও সমস্যা হয়নি বলে জানান তিনি। আর রাস্তায় কী হয়েছে তা তিনি জানেন না।

Next Article