হলদিবাড়ি: রাত তখন গভীর। ঠান্ডাও পড়েছে বেশ জমিয়ে। রাজ্য সড়কে তখন পাহারায় পুলিশ আধিকারিকরা। হঠাৎই লক্ষ্য করলেন একটি পিকআপ ভ্যান রীতিমতো ছুটছে। এত স্পিডে কেন চলছে গাড়িটি? সন্দেহ হওয়ায় হাত দেখিয়ে গাড়িটি দাঁড় করালেন পুলিশ আধিকারিকরা। তারপরই স্তম্ভিত সকলে….
ঘটনাটি জলপাইগুড়ির মানিকগঞ্জ এলাকার। সেখানেই সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা রুখে দিল পুলিশ। মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশের তৎপরতায় উদ্ধার ছ’টি গরু। বাজেয়াপ্ত হয় একটি পিকাপ ভ্যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানিকগঞ্জ এলাকায় ভ্যান নিয়ে টহল দিচ্ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ। গভীর রাতে তাঁরা লক্ষ করেন জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়ক ধরে একটি পিকআপ ট্রাক হলদিবাড়ি শহরের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় টহলরত পুলিশ ট্রাকটিকে দাঁড়াতে বলে। কিন্তু তা উপেক্ষা করে পালিয়ে যায় ট্রাকটি। তারপরেই পিছু ধাওয়া করে পুলিশ।
থানার ওসি জীবা প্রধান বলেন, “রাতে ঘন কুয়াশার মধ্যে মণ্ডলঘাট নতুনবস্তি এলাকার একটি ফাঁকা জায়গায় ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। এরপর আমরা তল্লাশি চালালে বেরিয়ে আসে ছটি গরু। গরু সহ ট্রাকটি মানিকগঞ্জ আউটপোস্টে নিয়ে আসা হয়েছে। মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”