Jalpaiguri: স্কুলের ভিতর কালো-লম্বা কী এটা? কাছে যেতেই হাড়হিম পড়ুয়াদের

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 11, 2024 | 8:22 PM

Jalpaiguri: জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের জল্পেশ গ্রামপঞ্চায়েতের লক্ষীকান্ত উচ্চতর বিদ্যালয়ে। জানা গিয়েছে, বুধবার দুপুরে স্কুল চলাকালীন ওই সাপটিকে ক্লাস রুমে দেখতে পায় পড়ুয়ারা। এরপর বিষয়টি শিক্ষকদের জানালে তারা খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে।

Jalpaiguri: স্কুলের ভিতর কালো-লম্বা কী এটা? কাছে যেতেই হাড়হিম পড়ুয়াদের
সাপ উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ময়নাগুড়ি: চলছিল স্কুল। ক্লাসরুমে তখন যথারীতি পড়ায় ব্যস্ত ছিল পড়ুয়ারা। আচমকা বিশাল আকারের একটা কী যেন ঢুকল ক্লাস রুমে। ভাল করে তাকাতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ক্লাস রুমের ভিতরে ঢুকে গেল বিশাল আকারের গোখরো সাপ। যদিও, পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেলো স্কুল কর্তৃপক্ষ।

জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের জল্পেশ গ্রামপঞ্চায়েতের লক্ষীকান্ত উচ্চতর বিদ্যালয়ে। জানা গিয়েছে, বুধবার দুপুরে স্কুল চলাকালীন ওই সাপটিকে ক্লাস রুমে দেখতে পায় পড়ুয়ারা। এরপর বিষয়টি শিক্ষকদের জানালে তারা খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। খবর পেয়ে তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিলে হাফ ছেড়ে বাঁচেন সকলে।

এ প্রসঙ্গে পরিবেশ কর্মী নন্দু রায় বলেন, “এই হাইস্কুলে ক্লাস চলাকালীন একটি গোখরো সাপ ঢুকে যায়। আমাদের খবর দেওয়া হয়। আমরা যাই। সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সাপ ঢোকার কারণে পড়ুয়াদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।” প্রসঙ্গত, স্কুলে সাপ ঢোকার ঘটনা নতুন কিছু নয়। এর আগে গাইঘাটায় স্কুলে সাপ ঢোকার ঘটনা ঘটেছিল। অভিভাবকদের অভিযোগ ছিল, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ক্লাস রুমে ব্যাগ রাখতে গেলে আচমকা সেখানে একটা বিষধর সাপকে দেখতে পাওয়া যায়। সেটি ছোবলও মারতে যায় ছাত্রীটিকে। ভয় ছুটে পালায় ওই পড়ুয়া। বাইরে এসে বাকিদের সাপের কথা বলে। অভিভাবকরা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন।

 

Next Article