Jalpaiguri: ফের দমকা হাওয়ার দাপট জলপাইগুড়িতে, পড়ল গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Aug 01, 2024 | 7:40 PM

Jalpaiguri: জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু ছোট পড়ে গিয়েছে। রাস্তা বন্ধ জলপাইগুড়ি সদর ব্লকের তরুল পাড়া-সহ বিভিন্ন জায়গায়। একাধিক চালের উপর গাছ ভেঙে পড়েছে। সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী জানান, কিছুক্ষণ আগেই ঝড় হয়েছে। প্রাথমিকভাবে কিছু গাছ পড়ার খবর এসেছে। দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে বিডিওদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

Jalpaiguri: ফের দমকা হাওয়ার দাপট জলপাইগুড়িতে, পড়ল গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার

Follow Us

রণি চৌধুরী

জলপাইগুড়ি ও ধূপগুড়ি: আবারও জলপাইগুড়ি জেলায় মুহূর্তের ঝড়। সেই ঝড়ে হইচই। আচমকা দমকা বাতাস, ঝোড়ো হাওয়াতে লন্ডভন্ড একাধিক ব্লক। জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ব্লকের টর্নেডো বিধ্বস্ত বার্নিশ এলাকা থেকে টিনের চাল উড়িয়ে নিয়ে যাওয়া-সহ গাছ পড়ে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। ডুয়ার্সেও ঝড়ের দাপট। বিদ্যুৎহীন বানারহাট-সহ ধূপগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকা। বহু গাছ পড়ে যাওয়ার খবর সামনে এসেছে।

জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু ছোট পড়ে গিয়েছে। রাস্তা বন্ধ জলপাইগুড়ি সদর ব্লকের তরুল পাড়া-সহ বিভিন্ন জায়গায়। একাধিক চালের উপর গাছ ভেঙে পড়েছে। সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী জানান, কিছুক্ষণ আগেই ঝড় হয়েছে। প্রাথমিকভাবে কিছু গাছ পড়ার খবর এসেছে। দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে বিডিওদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

অন্যদিকে ধূপগুড়ি মহকুমার বানারহাট এলাকায় এলআরপি মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে গাড়ির উপর গাছ পড়ে ঘটে বিপত্তি। প্রায় ঘণ্টাখানেক ধরে যান চলাচল ব্যহত হয়। ইতিমধ্যেই পুলিশ, প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। গাছ কাটার কাজও শুরু হয়েছে। ময়দানে বিদ্যুৎ দফতরের কর্মীরাও।

Next Article