ধূপগুড়ি: কয়েকদিন পরেই ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে নির্বাচন। আর সেই ভোটে ধূপগুড়ির ভোটারদের ‘ছক্কা মারার’ বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধূপগুড়ির উপনির্বাচনে বিজেপিকে জেতাতে প্রচারে নেমেছেন শুভেন্দু। বুধবার সন্ধেয় নির্বাচনী প্রচারে শুভেন্দু বললেন, ‘পঞ্চায়েতে ভোট লুঠ হয়েছে। গণনায় ঢুকতে দেয়নি। এবারের পঞ্চায়েতে তৃণমূল ব্যালটও খেয়ে ফেলেছে। এবার এসব হবে না। ইভিএম খেতে পারবে? এবারের ভোটে বড় ইভিএম। অত বড় মুখ নেই।’
প্রসঙ্গত, এবারে পঞ্চায়েত ভোটের সময় দিকে দিকে ভোট লুঠের অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির ছিল তৃণমূলের দিকেই। এমনকী উত্তর ২৪ পরগনায় এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটে হার আটকাতে গণনাকেন্দ্রের ভিতরে এক মুঠো ব্যালট পেপারও চিবিয়ে খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে আদালতে মামলাও হয়েছে। আর এসবের মধ্যেই ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে সেই ব্যালট খেয়ে ফেলার অভিযোগ ঘিরে তৃণমূলকে খোঁচা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়েই বিস্তর অভিযোগ তুলেছিল বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকঠাকভাবে ব্যবহার করেনি বলে অভিযোগ উঠেছিল। তবে এবার আর তেমন হবে না বলেই ধূপগুড়িবাসীকে আশ্বাস শুভেন্দুর। বললেন, ‘এবার একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পুলিশ আর সিভিক ভোট করাবে না।’ উপনির্বাচন বলে ভোটাররা যাতে এটিকে অবহেলা না করেন, ধূপগুড়ির প্রচার সভা থেকে সেই বার্তাও দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। বললেন, ‘সিদ্ধান্ত নিন, উপনির্বাচন বলে অবহেলা করবেন না। বাংলা বাঁচাতে লড়াই। উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে লড়াই।’