Flash Flood: তিস্তাপার থেকে আরও তিন দেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৪৪

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Oct 09, 2023 | 9:33 PM

Sikkim: সিকিম পাহাড়ে বিপর্যয়ের পর এক সপ্তাহ হতে চলল। গত কয়েকদিন তিস্তাপার যেন লাশের পুরী। একের পর এক দেহ উদ্ধার হয়ে চলেছে দিনেরাতে। পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল জানান, এখনও পর্যন্ত মোট ৪৪ টি দেহ উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া দেহের অধিকাংশই শনাক্ত করা যায়নি।

Flash Flood: তিস্তাপার থেকে আরও তিন দেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৪৪
তিস্তা থেকে দেহ উদ্ধার।
Image Credit source: Facebook

Follow Us

জলপাইগুড়ি: তিস্তায় দিনভর অভিযান চালিয়ে আরও তিনটি দেহ উদ্ধার করল পুলিশ। সঙ্গে মিলেছে বেশ কিছু রকেট লঞ্চার। সোমবার তিস্তা নদীর পার ধরে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। দিনভর অভিযানে নতুন করে ৩টি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া দেহগুলিকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে সিকিম থেকে প্রায় ৪০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশেরও ১৩ জন আছেন। ভারতীয় সেনাবাহিনী এই উদ্ধারকাজ চালাচ্ছে।

সিকিম পাহাড়ে বিপর্যয়ের পর এক সপ্তাহ হতে চলল। গত কয়েকদিন তিস্তাপার যেন লাশের পুরী। একের পর এক দেহ উদ্ধার হয়ে চলেছে দিনেরাতে। পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল জানান, এখনও পর্যন্ত মোট ৪৪ টি দেহ উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া দেহের অধিকাংশই শনাক্ত করা যায়নি। এখনও বহু মানুষের খোঁজ নেই। বেশির ভাগই সেনা জওয়ান। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাই আছেন।

সিকিমের বিপর্যয়ের কারণে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার উপর থেকে জল বইতে শুরু করে। জলপাইগুড়িতে তিস্তা হয়ে ওঠে সর্বগ্রাসী। হড়পা বানে দুকূল ছাপিয়ে নিয়ে যায় তিস্তা। বাড়িঘর, বহু মানুষ ভেসে গিয়েছে সেই জলে। ধীরে ধীরে জল নামতেই তিস্তাপারের কঙ্কালসার চেহারা ফুটে উঠছে।

Next Article