জলপাইগুড়ি: যাঁর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন পঞ্চায়েত সদস্য, এবার সেই তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে ফের বিজেপিতে আগমন পঞ্চায়েত সদস্যের। নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচনী প্রক্রিয়ার মাঝেই তৃণমূলে ভাঙন অব্যাহত। ময়নাগুড়ি, রাজগঞ্জ ব্লকের পর এবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দপল্লি এলাকার বিদায়ী পঞ্চায়েত সদস্য অঞ্জলি সরকার, তাঁর স্বামী প্রশান্ত সরকার সহ শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন অঞ্জলি সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ফল ভাল না হওয়ায় এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তাঁর স্বামী প্রশান্ত সরকার-সহ অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন।
কিন্তু তাঁদেরই অভিযোগ, প্রায় দু’বছর কেটে গেলেও এলাকায় কোনও উন্নয়ন হয়নি। সেই অভিমানে মঙ্গলবার দুপুরে অনুগামীদের নিয়ে ঘর ওয়াপসি করলেন পঞ্চায়েত সদস্য। এদিন শুধু নিজেরাই বিজেপিতে যোগ দেননি, সুমন রায় নামে যে তৃণমূল নেতার হাত ধরে তাঁরা তৃণমূল যোগ দিয়েছিলেন, তাঁকেও বিজেপিতে যোগদান করালেন তাঁরা।
মঙ্গলবার দুপুরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপি নেতা সৌজিৎ সিংহ, জীবেশ দাস-সহ অন্য বিজেপি নেতা কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে নজিরবিহীন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনায় মহিলা তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নুরজাহান বেগম বলেন, “তৃণমূলের পরিবার এখন বড় হয়েছে। সংসারে ছোটখাটো মান অভিমান অনেকেরই হয়ে থাকে। আমরা সেইসমস্ত অভিমানী সদস্যদের সঙ্গে কথা বলে, তাঁদের আবার দলে ফিরিয়ে আনতে সচেষ্ট হব।”