ডুয়ার্স: সামনে একুশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021)। ইতিমধ্যেই ভোটপ্রচারে নেমে পড়েছেন ডান-বাম সব রাজনৈতিক দলের প্রার্থী। কেউ পুজো দিয়ে কেউ বা ক্রিকেট খেলে জনসংযোগ শুরু করেছেন। নির্বাচনে প্রার্থী হবার পর সাধারণত মন্দিরে, মসজিদে যান প্রার্থীরা। ধূপগুড়ির তৃণমূল (TMC) প্রার্থী মিতালী রায় (Mitali Roy)-ও পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছেন। তবে তিনি পুজো করলেন আর এক মিতালীকে। না এই মিতালী কোনও দেবদেবীর মূর্তি নন, কোনও মানুষও নন। বন দফতরের পোষ্য কুনকি হাতি মিতালী। সেই গজরাজকে পুজো দিয়ে বুধবার ভোট প্রচার শুরু করেন ধূপগুড়ি তৃণমূল প্রার্থী মিতালী রায়।
বুধবার কুনকি হাতি মিতালীকে পুজো দেওয়ার পর তার প্রিয় খাবার খাইয়ে ভোট প্রচার শুরু করেন মিতালী রায়। জানা গিয়েছে, এদিন তিনি তার বিধানসভা এলাকার গধেয়ারকুঠি বিটে যান। সেখানে গিয়ে একটি হাতিকে পুজো দেন তিনি। এরপর পাশের এলাকায় জনসংযোগ যাত্রা করেন তিনি। মিতালি রায়ের কথায়,”অশ্বে উচ্চেপ্রভা ঐরাবত গজবনে। ভগবান হাতির মধ্যেও বিরাজ করেন। তাই আজকে সকালে হাতিকে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলাম।” মিতালীকে পূজা দেওয়ার পর তিনি ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েত ও ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েত এলাকার গাড়িয়ালটারি, ডাউকিমারি এলাকায় প্রচার চালান মিতালী রায়।
আরও পড়ুন: ‘শিল্প নেই, চাকরি নেই, টেট নেই’! তৃণমূলের ইস্তাহার ‘অর্থহীন’, খোঁচা বিজেপির
সামনে একুশের ভোট। তার মধ্যে নির্বাচনী প্রচারের আবহেই তৃণমূল বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে উত্তাল হয় ধূপগুড়ি। কয়েকদিন আগেই ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়ের (Mitali Roy) কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)। অন্যদিকে বিজেপি (BJP)’র তরফে শুরু হয় শহরজুড়ে ধিক্কার মিছিল। ওঠে বিধায়ককে গ্রেফতারের দাবি। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে আরও একবার মিতালীতেই আস্থা দেখিয়েছে তৃণমূল। ধূপগুড়ির প্রার্থীও জেতা নিয়ে প্রবল আত্মবিশ্বাসী।