জলপাইগুড়ি: পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত রোড-শো বাতিল করতে হল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel) কে। রোড-শো না করে জলপাইগুড়ির বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। যা নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল বিজেপি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকা থেকে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহর সমর্থনে রোড-শো করার কথা ছিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের। নির্দিষ্ট সময়ে হাজিরও হন তিনি। কিন্তু এরপর পুলিশ জানায় ওই সময় তৃণমূলের প্রচার কর্মসূচি রয়েছে। তাই এখন রোড-শো করা যাবে না। এর পর পুলিশের বাধা পেয়ে নির্দিষ্ট কর্মসূচি বাতিল করে দিতে হয় বিজেপিকে।
বেশ কিছিুক্ষণ অপেক্ষা করে এর পর কেন্দ্রীয় মন্ত্রী চলে যান বিজেপির জেলা কার্যালয়ে। সেখানে সাংবাদিক সম্মেলন করে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বাংলায় একটি নির্দিষ্ট দলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে পুলিশ। সাংবাদিক সম্মেলন শেষ করে প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে রাস্তায় প্রচারে বেরিয়ে পড়েন প্রহ্লাদ সিং। জেলা বিজেপি কার্যালয় থেকে জলপাইগুড়ি দিনবাজার এলাকার পিসি শর্মা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার হেঁটে প্রচার সারেন তিনি। তবে প্রচারে ব্যাপক সাড়াও মেলে। স্থানীয় দোকান থেকে গৃহস্থরা বাড়ি সৌজন্য বিনিময় করেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।
আরও পড়ুন: ‘নির্বাচন সেরে ঘরের মেয়ে ঘরে ফিরুক’, নন্দীগ্রামের উত্তেজনায় উদ্বিগ্ন মীনাক্ষির বাবা-মা
এদিকে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশের এক পদস্থ কর্তার দাবি, যে সময়ে রোড-শোয়ের অনুমতি দেওয়া হয়েছিল তার অনেক আগে পৌঁছে গিয়েছিলেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা। তাই এই রোড-শোয়ের অনুমতি দেননি জেলা প্রশাসক। তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বেও ছিল জেলা পুলিশ।
প্রসঙ্গত, পঞ্চম দফায় মোট ৪৫ টি কেন্দ্রে ভোট হবে বাংলায়। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি সদর। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে চার জেলায়। হাওড়ার একটি, দক্ষিণ ২৪ পরগনার একটি, হুগলির একটি অংশে ভোট হবে এইদিন। এ ছাড়া সমগ্র আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ভোটগ্রহণও ওইদিন সম্পন্ন হবে। এই কেন্দ্রগুলিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মার্চ। ভোটগ্রহণ ১০ এপ্রিল, শনিবার। এর পর পঞ্চম দফার ভোটে ভোট নেওয়া হবে মোট ৪৫টি বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রগুলি ছড়িয়ে রয়েছে নদিয়া ও বর্ধমানের একটি করে অংশে এবং দার্জিলিং ও জলপাইগুড়িতে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মার্চ। ১৭ মে, বুধবার রয়েছে এই দফার ভোট। তার আগে জলপাইগুড়ি জোর প্রচার চালাচ্ছে ডান-বাম সব দল।