জলপাইগুড়ি: মোটা টাকায় পঞ্চায়েতের আসন বিক্রির অভিযোগ উঠল জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে। দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তৃণমূলের লোকজনই। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মোটা টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী করা হচ্ছে। প্রয়োজনে নির্দলে দাঁড়িয়ে ভোটে জিতে আসনগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘উপহার’ দিতেও প্রস্তুত তাঁরা। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন রাজগঞ্জের তৃণমূল কর্মীদের একাংশ।
পঞ্চায়েত ভোট ঘোষণা হয়নি এখনও। তার আগেই বুথের প্রার্থী নিয়ে গোষ্ঠীকোন্দলের অভিযোগ শাসকদলের অন্দরে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তৃণমূল কর্মীদের এক অংশের দাবি, মোটা টাকার বিনিময়ে প্রার্থী বাছাই করা হচ্ছে। সেই কারণে দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা। যদিও টাকার বিনিময়ে প্রার্থী নির্ধারণের অভিযোগ মানতে চাননি তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়।
তৃণমূল কর্মীদের অভিযোগ, পঞ্চায়েত ভোট ঘোষণা হয়নি। কিন্তু তার আগে বুথস্তরে যে নাম উঠে এসেছে, তা পরিবর্তন করে অন্য নাম দেওয়া হয়েছে। এই অভিযোগে সোমবার দুপুরে রাজগঞ্জের কুকুরজান গ্রামপঞ্চায়েতের ভাঙামালি এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় সামনে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী বিক্ষোভ দেখান। এরপর সাংবাদিক বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি সেলের রাজগঞ্জ ব্লকের ভাইস প্রেসিডেন্ট জফিরুল হকরা।
জাফিরুল হক জানান, “আমাদের এলাকায় সাতটি বুথে আলোচনার মাধ্যমে যে নাম উঠে এসেছিল, অভিষেকের সভায় ব্যালটে যে নাম পড়েছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র টাকার বিনিময়ে অন্যদের প্রার্থী করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানা হচ্ছে না। আমরা এই বিষয়ে জেলা ও ব্লক নেতৃত্বকে জানিয়েছি। আমরা চাইছি এসব সংবাদ মাধ্যমে প্রকাশিত হোক। বুথ স্তরে কী অবস্থা চলছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুন।”
ভবতোষ বর্মন নামে আরেক তৃণমূল কর্মীর কথায়, “পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তিন মাস আগে আমার নাম উঠে এসেছে। নবজোয়ার কর্মসূচিতে যেই ভোট হয়েছিল তাতে আমি ১৬-০ ভোটে জিতেছি। সবাই আমাকে চাইছে। কিন্তু টাকার বিনিময়ে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।”
তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় তৃণমূল কর্মীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে বলেন, “বুথ থেকেই প্রার্থীর নাম উঠে আসবে একথা ঠিক। কিন্তু এখনও কোনও প্রার্থী তালিকা তৈরি করা হয়নি। যা রটেছে সমস্তটাই ভুয়ো।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ রয়েছে, কেউ যদি নির্দল হয়ে ভোটে দাঁড়ান, তাঁদের আর দলে নেওয়া হবে না। প্রসঙ্গত, গত ২৮ ও ২৯ এপ্রিল জলপাইগুড়ি জেলাতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। জলপাইগুড়ি জেলায় পাঁচ জায়গায় ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছিল।