জলপাইগুড়ি: মনোনয়ন পর্বেই (Nomination of Panchayat Election) অশান্ত হয়েছে বাংলা। আর এবার মনোনয়ন প্রত্যাহারের জন্য জেলায় জেলায় বিরোধীদের উপর চাপ দেওয়ার অভিযোগ। সুপ্রিম কোর্টে আজ পঞ্চায়েত মামলার শুনানিতেও বিষয়টি উঠে এসেছে। আর এসবের মধ্যেই আবারও বিরোধী প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল জলপাইগুড়ি (Jalpaiguri)। সেখানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ২১৯ নম্বর বুথে ভোটে দাঁড়িয়েছেন পায়েল রাজবংশী হালদার। কাস্তে-হাতুড়ির প্রতীকে। এবার সিপিএমের সেই মহিলা প্রার্থীকে মনোনয়ন প্রত্য়াহারের জন্য চাপ। তাঁর বাবা সাধন রাজবংশীকে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ। অভিযোগের তির মূলত শাসক দলের বিরুদ্ধে।
সাধনবাবু হাটে হাটে মাছ বিক্রি করেন। সেই দিয়েই সংসার চলে। অভিযোগ, মেয়ে প্রার্থী হওয়ার পর থেকেই একাধিকবার হুমকি দেওয়া হচ্ছিল সাধনবাবুকে। ফোন করে মেয়ের প্রার্থী পদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল। নাহলে ব্যবসা বন্ধ করে দেওয়ার শাসানিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু সেসব হুমকির এতদিন তোয়াক্কা করেননি সিপিএম প্রার্থী পায়েল।
কিন্তু গতকাল রাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। গভীর রাতে দুই দফায় তাঁদের বাড়িতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। সিপিএম প্রার্থীর বাবার বক্তব্য, মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু মেয়ে রাজি হননি। আর এরপরই দুষ্কৃতীরা সাধনবাবুর দিকে বন্দুক তাক করে ভয় দেখিয়ে তাঁকে গাড়িতে তোলার চেষ্টা করছিল। ভয়ে সাধনবাবু চিৎকার করে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। আর তখন দুষ্কৃতীরা তাঁকে ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয়।
গতকালের ঘটনা নিয়ে আতঙ্কে ভুগছেন তাঁরা। ইতিমধ্যেই তাঁরা জলপাইগুড়ি কোতয়ালি থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। দাবি, প্রশাসন কিছু একটা বিহিত করুক। এদিকে গতরাতের এই ঘটনার খবর পেয়ে ওই সিপিএম প্রার্থীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ জিতেন দাস। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
যদিও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে শাসক শিবির। গোটা অভিযোগই ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের জেলা কমিটির সদস্য নিতাই করের বক্তব্য, এই এলাকায় তৃণমূলই জিতবে, ফলে এসব কাণ্ড করার কোনও দরকার তৃণমূলের নেই। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে একইসঙ্গে তিনি এও বলেন, যদি বিরোধী দলের কাছে কোনও প্রমাণ থাকে এই বিষয়ে, তাহলে তাঁরা যেন অবশ্যই প্রশাসনের সাহায্য নেন।