ময়নাগুড়ি: স্বামী বাড়িতে থাকেন না। কর্মসূত্রে বাইরে থাকেন তিনি। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কেরলে কাজ করেন। বাড়িতে মহিলা তাঁর বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং এক কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে থাকেন। স্বামীর অবর্তমানের সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। শনিবার গভীর রাতে প্রতিবেশী ওই যুবক ঢুকে পড়ে মহিলার ঘরে। সেই সময় পাশে শুয়েছিলেন তাঁর মেয়ে। অভিযোগ, মুখ চেপে ধরে মহিলাকে ধর্ষণ করেন। ধস্তাধস্তিতে বিছানায় ঘুমিয়ে থাকা তাঁর কন্যা সন্তান টের পেয়ে যায়। চিৎকার শুরু করে সে। এরপরই বাড়ির লোক ও প্রতিবেশীরা জড়ো হয়। ধরে ফেলে অভিযুক্তকে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়।
রবিবার দুপুরে নির্যাতিতা মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। পুরো বিষয় তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। নির্যাতিতার শ্বশুর বলেন, “রাত্রি বারোটা নাগাদ বাচ্চাটা চিৎকার শুরু করে। উঠে দেখি ওদের ঘরে ছেলেটা। তারপর আশপাশের লোক চিৎকার শুনে এল। সকালে পুলিশে দিই।”