ভিডিয়ো: ছেলে-পুলে, নাতি-নাতনি নিয়ে হৈ হৈ করে রাস্তা পার গজরাজের

Gaya Dandapat | Edited By: সোমনাথ মিত্র

May 07, 2023 | 11:41 AM

Elephant on national highway: রবিবার সাতসকালে বেশ কিছুক্ষণ হাতির দল মোহনপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়ায়। খবর পেয়ে ছুটে আসেন বন দফতরের কর্মীরা।

Follow Us

ঝাড়গ্রাম: জাতীয় সড়কের (National Highway) উপর দাপিয়ে বেড়াচ্ছে ৬০ থেকে ৭০টি হাতির দল। রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে গাড়ি। গাড়ির মধ্যে ভয়ে সিঁটিয়ে যাত্রীরা। সবারই মনে কী হবে, কী হবে ভাব! যদিও তাতে বিশেষ খেয়াল নেই গজরাজদের। নিজেদের খেয়ালে ঘুরছে একবারে ন্যাশনাল হাইওয়ের বুক চিরে। রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়াল ৬০ থেকে ৭০টি দাঁতাল (Elephants)। যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দিল। 

রবিবার সাতসকালে বেশ কিছুক্ষণ হাতির দল মোহনপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়ায়। যার ফলে রাস্তার দুই ধারে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বনদফতরের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় হাতির দলটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। তবে শুধু ৬০ থেকে ৭০ টি হাতি নয়, ওই এলাকায় আরও ৪০টি হাতি রয়েছে বলে খবর। যার ফলে মোহনপুর, নেকড়াবিন্দা, ছচমেটিয়া, জামুয়া সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। 

ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা জঙ্গলগুলিতে গ্রামবাসীদের যেতে নিষেধও করা হয়েছে। এছাড়াও জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সতর্ক ভাবে যাতায়াত করতে বলা হয়েছে। পাশাপাশি আরও হাতি থাকলে তারা কোন কোন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তা খতিয়ে দেখতে শুরু করেছেন বন দফতরের কর্মীরা। খোঁজ চলছে গোটা এলাকাতেই।

ঝাড়গ্রাম: জাতীয় সড়কের (National Highway) উপর দাপিয়ে বেড়াচ্ছে ৬০ থেকে ৭০টি হাতির দল। রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে গাড়ি। গাড়ির মধ্যে ভয়ে সিঁটিয়ে যাত্রীরা। সবারই মনে কী হবে, কী হবে ভাব! যদিও তাতে বিশেষ খেয়াল নেই গজরাজদের। নিজেদের খেয়ালে ঘুরছে একবারে ন্যাশনাল হাইওয়ের বুক চিরে। রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়াল ৬০ থেকে ৭০টি দাঁতাল (Elephants)। যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দিল। 

রবিবার সাতসকালে বেশ কিছুক্ষণ হাতির দল মোহনপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়ায়। যার ফলে রাস্তার দুই ধারে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বনদফতরের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় হাতির দলটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। তবে শুধু ৬০ থেকে ৭০ টি হাতি নয়, ওই এলাকায় আরও ৪০টি হাতি রয়েছে বলে খবর। যার ফলে মোহনপুর, নেকড়াবিন্দা, ছচমেটিয়া, জামুয়া সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। 

ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা জঙ্গলগুলিতে গ্রামবাসীদের যেতে নিষেধও করা হয়েছে। এছাড়াও জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সতর্ক ভাবে যাতায়াত করতে বলা হয়েছে। পাশাপাশি আরও হাতি থাকলে তারা কোন কোন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তা খতিয়ে দেখতে শুরু করেছেন বন দফতরের কর্মীরা। খোঁজ চলছে গোটা এলাকাতেই।

Next Article