Jhargram Elephant: ঝোপে শিশুর দেহ, আগলাচ্ছিলেন মা, উৎসুকদের ভিড় দেখেই পিষে মারলেন ২ জনকে

Gaya Dandapat | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 18, 2023 | 3:57 PM

Jhargram Elephant: এলাকায় খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ মৃত হাতির বাচ্চা দেখতে জড়ো হন। কিন্তু পাশে যেতেই দেখা যায়, কিছুটা দূরেই আরও একটি হাতি রয়েছে, সে মৃত হস্তিশাবকের দেহ আগলে রেখেছে।

Jhargram Elephant: ঝোপে শিশুর দেহ, আগলাচ্ছিলেন মা, উৎসুকদের ভিড় দেখেই পিষে মারলেন ২ জনকে
ঝাড়গ্রামে উন্মত্ত হাতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঝাড়গ্রাম:  জঙ্গলের মধ্যে পড়েছিল বাচ্চাটার নিথর শরীর। খবর চাউর হয়েছিল গ্রামে। গ্রামবাসীরা ভিড় জমিয়েছিলেন সেই দেহ দেখতে। কিন্তু তখনও বোঝেননি পাশেই সেই নিথর দেহ আগলে রয়েছেন তার ‘মা’। এত মানুষের ভিড় দেখে তেড়ে এসেছিলেন। শয়ে শয়ে মানুষ দেখে তাড়া করেন। তাতেই পায়ে পিষে যান দু’জন। হাতির পায়ে পিষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ঝাড়গ্রামের নয়াগ্ৰামের দেউলবাড় রামেশ্বর এলাকায়। এখন গোটা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতিটি। আরও প্রাণহানি রুখতে মাইকিং করে এলাকাবাসীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ এবং বন দফতর। বুধবার
সকালে একটি হাতির দল নয়াগ্ৰামের দেউলবাড় এলাকায় সুবর্ণরেখা নদী পার হয়। কিছুক্ষণ পরে গ্রামবাসীদের নজরে আসে নদীর পাড়ে একটি বাচ্চা হাতির দেহ পড়ে রয়েছে। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ মৃত হাতির বাচ্চা দেখতে জড়ো হন। কিন্তু পাশে যেতেই দেখা যায়, কিছুটা দূরেই আরও একটি হাতি রয়েছে, সে মৃত হস্তিশাবকের দেহ আগলে রেখেছে।

এত মানুষ একসঙ্গে দেখে,  তাড়া করে হাতিটি। পায়ের তলায় চাপা পড়ে যায় শশধর মাহাতো এবং আনন্দ জানা নামে দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে ঘটনার খবর পেয়ে নয়াগ্ৰাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল বাহিনী ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

এখনও ওই হাতিটি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তাই বন দফতর এবং পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।

এলাকাবাসীরা যাতে নিরাপদ স্থানে থাকেন তার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে নয়াগ্ৰাম ব্লকের সবথেকে উল্লেখযোগ্য জায়গা রামেশ্বর এবং জনবহুল গ্রাম দেউলবাড় এলাকায় হাতির ভয়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

Next Article