AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram Land Mine Recover: মাওবাদীদের ডাকা বনধের আগের দিনই বেলপাহাড়িতে উদ্ধার ল্যান্ড মাইন

Jhargram: ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রয়েছে সিআরপিএফ জওয়ানদের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প।

Jhargram Land Mine Recover: মাওবাদীদের ডাকা বনধের আগের দিনই বেলপাহাড়িতে উদ্ধার ল্যান্ড মাইন
ঝাড়গ্রামে উদ্ধার ল্যান্ড মাইন (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 4:50 PM
Share

ঝাড়গ্রাম: আবারও চাঞ্চল্য ছড়াল জঙ্গলমহলে। মাওবাদীদের ডাকা বনধের আগের দিন ল্যান্ড মাইন উদ্ধার। এলাকা জুড়ে তীব্র আতঙ্ক। শুক্রবার জঙ্গলমহলে বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। বিগত কয়েকদিন ধরেই মাওবাদী নামাঙ্খিত পোস্টার উদ্ধার হচ্ছে জঙ্গলমহল জুড়ে। পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া ও বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় বাংলা বনধের সমর্থনে মাওবাদী নামাঙ্কিত পোস্টারও ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। শুধু উদ্ধার নয়, পোস্টার পাওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সীমানা এলাকায় বৃহস্পতিবার সিআরপিএফ জওয়ানরা তল্লাশি চালায়। তখনই ল্যান্ড মাইন দেখতে পায় জওয়ানরা। বিষয়টি জানাজানি হলে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রয়েছে সিআরপিএফ জওয়ানদের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প। সেই কারণে ঘটনাস্থলে গিয়েছেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের সিওবিআরমিনা, আধিকারিক ঘনশ্যাম গুজ্জর, ও ঝাড়গ্রাম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে বোম্ব স্কোয়ার্ড এর সদস্যরাও। বাংলা বনধের দিন শুক্রবার মাওবাদীরা নাশকতার ঘটনা ঘটাতে পারে। তার জন্য ঝড়খন্ড সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযানও শুরু করেছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা।

বস্তুত, এর আগে ৩ তারিখে মাওবাদী পোস্টার উদ্ধার হয় জঙ্গলমহলে। বাংলা বনধ-এর ডাক দিয়ে, বিনপুর থানার অন্তর্গত কাঁকো অঞ্চলের ভান্ডারপুর গ্ৰামে মাওবাদী পোস্টার দেখা যায় রবিবার সকালে। স্পেশাল হোমগার্ড পদে ‘ক্রিমিনালদের’ চাকরি দেওয়ার প্রতিবাদে এই পোস্টার পড়ে। এর পাশাপাশি রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগও তোলা হয়েছে পোস্টারে। আগামী ৮ এপ্রিল এই নিয়ে বাংলা বনধ-এর ডাক দিয়েছে মাওবাদীরা। কিছুদিন আগেও জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদীদের নামে পোস্টার দেখা গিয়েছে। জঙ্গল মহলে বার বার এই ধরনের পোস্টার পাওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে।

আরও পড়ুন: Shakir Ahmed: ‘বোমা-বন্দুক দিয়ে গ্রাম ওড়াতে ১০ মিনিটও লাগবে না’, ভাইরাল তৃণমূল উপ-প্রধানের ভিডিয়ো