Jhargram: মাওবাদীদের ডাকা ধর্মঘটে শুনশান জঙ্গলমহল

Gaya Dandapat | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 22, 2023 | 1:44 PM

Jhargram: লালগড়েও দোকান বাজার বেশিরভাগ বন্ধ। বেলপাহাড়ি এলাকায় বেসরকারি বাস বেশিরভাগই বন্ধ হয়ে যায়। এর জন্য বাসমালিক সংগঠনের সম্পাদক পুলিশ প্রশাসনকেই দায়ী করেছে। তবে জেলার বাকি অংশের জনজীবন স্বাভাবিক।

Jhargram: মাওবাদীদের ডাকা ধর্মঘটে শুনশান জঙ্গলমহল
স্তব্ধ জঙ্গলমহল
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঝাড়গ্রাম: মাওবাদীদের ২৪ ঘণ্টা ভারত বন্ধের ডাক এর জেরে বেলপাহাড়ি, লালগড় এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ। বাসকর্মীরা ভয়ে বাস চালাতে নারাজ তাই বেশিরভাগ বাস চলাচল করেনি এই রুটে। বাস মালিকদের বক্তব্য. পুলিশ নিরাপত্তার আশ্বাস দিতে ব্যার্থ। তাই কর্মীরা ভয়ে বাস চালাচ্ছেন না। ঝাড়খণ্ড, বিহারে মাওবাদীদের বিরুদ্ধে অপারেশনের প্রতিবাদে ১৬ থেকে ২২শে ডিসেম্বর প্রচার এবং ২২তারিখ ভারত বনধের ডাক দেন মাওবাদীরা। গতকাল রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরে থার্ড লাইনে বিস্ফোরণ ঘটায়। তবে ডাউন এবং আপ লাইন ঠিক থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক আছে। এরাজ্যে বন্ধের কোনও প্রচার না থাকলেও সীমন্ত লাগোয়া বেলপাহাড়িতে মুখে মুখে বনধের খবর ছড়ালে বেলপাহাড়ি এলাকা বনধের আকার ধারণ করে।

লালগড়েও দোকান বাজার বেশিরভাগ বন্ধ। বেলপাহাড়ি এলাকায় বেসরকারি বাস বেশিরভাগই বন্ধ হয়ে যায়। এর জন্য বাসমালিক সংগঠনের সম্পাদক পুলিশ প্রশাসনকেই দায়ী করেছে। তবে জেলার বাকি অংশের জনজীবন স্বাভাবিক।
ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন,  “এই জেলায় মাওবাদীদের কোনও কার্যকলাপ নেই। জনজীবন স্বাভাবিক। আসলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভালমন্দ বোঝেন।”

Next Article