মঙ্গলবার সন্ধ্যেবেলা ঝাড়গ্রামের মুগুড়া পেট্রল পাম্পের কাছে ঠিক রাস্তা উপরে একটি চা দোকান রয়েছে। হঠাৎই একটি সেই চা দোকানে ঢোকেন মুখ্যমন্ত্রী। দোকানদারকে প্রশ্ন করেন, সে কী করে? দোকানদার উত্তর দেন চা-চপ বিক্রি করেন। সেখানেই নয়া ভূমিকায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর দোকানদারকে বলেন, 'তুমি সরে যাও আমি চপ ভাজব।