নানুর: জেলায় ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্ট জেলায় ফিরতেই কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। এরই মধ্যে এবার বাড়ল জেলা সভাধিপতি কাজল শেখের নিরাপত্তা। Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল তাঁকে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই একই ক্যাটাগরির নিরাপত্তা পান অনুব্রতও। ফলত, এবার থেকে বীরভূমের দাপুটে দুই নেতাই পেলেন সমান-সমান নিরাপত্তা।
এর আগে অন্যান্য নেতাদের মতো কাজলের সঙ্গে থাকতেন সাধারণ পুলিশ কর্মীরা। সঙ্গে থাকতেন তাঁর দেহরক্ষী। সম্প্রতি তাঁর সেই নিরাপত্তা বাড়িয়ে Y ক্যাটাগরি করা হয়। কয়েকদিন যেতে না যেতেই ফের Y থেকে বাড়িয়ে তা Y+ ক্যাটাগরি করা হল। সোমবার রাত থেকে এই নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কাজল শেখের জন্য। যদিও, কাজল শেখ এই মুহূর্তে রয়েছেন কলকাতায়।
এবার থেকে কাজল শেখের কনভয়ের সামনে থাকবে পাইলট কার ও একটি এসকর্ট গাড়ি। একইভাবে পিছনেও দুটি গাড়ি থাকবে। সঙ্গে চারজন সশস্ত্র দেহরক্ষী ও পুলিশকর্মী থাকবেন তাঁর কনভয়ে। এসআই ও এএসআই পদমর্যাদার এক অফিসারও থাকবেন কাজলের সঙ্গে।
হঠাৎ কেন বাড়ল কাজলের নিরাপত্তা?
কাজলের বাড়ি পাকুড়ে। সেখান থেকেই যাতায়াত করেন প্রয়োজনীয় কাজে। তাঁর এলাকায় অনুব্রত মণ্ডলের অনুগামীর সংখ্য়াও কম নেই। এ দিকে, অনুব্রত জেলে থাকাকালীন কোর কমিটির উপরই আস্থা রেখে লোকসভার মতো ভোট বৈতরণী পার করেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও কেষ্টকে এই কোর কমিটিকে সঙ্গে নিয়ে জেলায় কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ফলত, কোর কমিটির সদস্য কাজলকেও এবার কেষ্টর সমান নিরাপত্তা দিয়ে দুই নেতার যে সমান গুরুত্ব তা বুঝিয়ে দিল শাসকদল।