Kalchini Election Result 2021 LIVE: কংগ্রেস গড় কালচিনিতে জমি শক্ত করছে তৃণমূল
আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রে (Kalchini Assembly Election Result 2021 Live Update) গত বিধানসভা নির্বাচনে জমি শক্ত করেছে তৃণমূল। এ বার কি তবে গেরুয়া শিবিরের পালা?
আলিপুরদুয়ার: কালচিনি বিধানসভা কেন্দ্রটি আলিপুরদুয়ার জেলার একটি বিধানসভা কেন্দ্র। আসনটি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ মিশনের নির্দেশিকা অনুসারে ১১ নম্বর কালচিনি বিধানসভা কালচিনি সিডি ব্লক ও মাঝেরদারি গ্রাম পঞ্চায়েতগুলি আলিপুরদুয়ার-২ সিডি ব্লকের অন্তর্গত। এক নজরে দেখে নিন ভোটের রেজাল্ট:
বেলা ১.৩০ মিনিট পর্যন্ত পাওয়া খবর: কালচিনি বিজেপি ১৩৩৭৪ ভোটে এগিয়ে।
১৯৫৭ সালে প্রথম কালচিনি বিধানসভা কেন্দ্র হিসেবে স্বীকৃত হয়। সেই বছরের নির্বাচনেই, কংগ্রেসের দেবেন্দ্রনাথ ব্রাহ্ম মণ্ডল ও অনিমা হুরে উভয়েই যখন একত্রে এই আসনে জয়ী হয়েছিলেন। তখন যুক্ত আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। এই আসনে আরএসপি এবং কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ ছিল।
২০১৬ ও কালচিনি
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উইলসন চম্প্রমারি জয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৬২,০৬১। দ্বিতীয় বিজেপি প্রার্থী বিশাল লামা। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৬০,৫৫০। উইলসন চম্প্রমারি তাঁর নিকটতম পদ্মপ্রার্থীকে ১৫১১ ভোটে পরাজিত করেন। ২০১৬-তে কালচিনিতে প্রায় ৮১ শতাংশ ভোট পড়েছিল।
২০২১ ও কালচিনি এই কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাসাঙ্গ লামা। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন বিশাল লামা। অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের অভিজিৎ নার্জিনারি।
বিদায়ী বিধায়ক: উইলসন চম্প্রমারি মোট প্রাপ্ত ভোট: ৬২,০৬১ মোট ভোটার: ২১৮২৮০ ভোট শতাংশ: ৮১.৫ শতাংশ মোট প্রার্থী: ১২