বাঁকুড়া: কোতুলপুর বিধানসভা কেন্দ্রটি (Katulpur Assembly) বাঁকুড়া জেলার অন্তর্গত। ২০১১ সালে এই কেন্দ্রটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত হয়। পূর্বে কেন্দ্রটি উন্মুক্ত ছিল। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ২৫৬ নং কোতুলপুর বিধানসভা (এসসি) কেন্দ্রটি দেশড়া-কোয়ালপাড়া, কোতুলপুর, লেগো, মির্জাপুর, গোপীনাথপুর এবং শিহর গ্রাম পঞ্চায়েত গুলি কোতুলপুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং গেলিয়া, কুচিয়াকোল, শালদা, হেতিয়া, ময়নাপুর, শ্যামনগর, জগন্নাথপুর, রাউতখণ্ড এবং উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত গুলি জয়পুর সমষ্টি উন্নয়ন ব্লক গুলির অন্তর্গত। কোতুলপুর বিধানসভা কেন্দ্রটি ৩৭ নং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।
১৯৭২ সালে কংগ্রেসের (Congress) অক্ষয় কুমার কোলে জয়ী হন। সিপিআইএমের জটাধারী মুখোপাধ্যায় ১৯৭১ সালে জয়ী হন। বাংলা কংগ্রেসের নিরঞ্জন ভদ্র ১৯৬৯ সালে জয়ী হন। ১৯৬৭ সালে বাংলা কংগ্রেসের এস. সরকার জয়ী হন। কংগ্রেসের জগন্নাথ কোলে ১৯৬২ এবং ১৯৫৭ সালে জয়ী হন। এর আগে কোতুলপুর কেন্দ্রে আসন বিদ্যমান ছিল না। ২০০১ সালে সিপিআইএমের মানসী ঘোষ তৃণমূল কংগ্রেসের (TMC) সুনীল দাসকে পরাজিত করেছিলেন। এর আগে ১৯৯৬ সালে ওই আসনে সিপিআইএমের (CPIM) গৌরীপদ দাস, কংগ্রেসের নিখিল বসু, ১৯৯১ সালে কংগ্রেসের অক্ষয়কুমার কোলে ও ১৯৮৭ সালে কংগ্রেসের বাবলু কোলেকে ধরাশায়ী করেছিলেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে কোতুলপুর কেন্দ্র থেকে সিপিআইএমের কল্পনা কোলে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের (TMC) অলোকা সেন মজুমদারকে পরাজিত করেছিলেন। ২০১৪ সালে কোতুলপুর কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। কারণ কংগ্রেসের বিধায়ক সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর বিজেপিতে (BJP) গিয়ে আবার ২০১৯ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সাংসদ পদে নির্বাচিত হন।
একঝলকে দেখে নিন কোতলপুর বিধানসভার আপডেট…
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী (TMC) শ্যামল সাঁতরা এই আসনে জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ছিল ৯৮,৯০১৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা৷ তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭৭,৬৫৩৷ তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরাকে ২১,২৪৮ ভোটে পরাজিত করেছিলেন।
২০২১ বিধানসভা নির্বাচন
এই কেন্দ্রটি তফশিলি জাতির (SC) জন্য সংরক্ষিত। কোতুলপুর বিধানসভায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সংগীতা মালিক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী হরকালী পাতিহার। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে মনোনীত হয়েছেন অক্ষয় সাঁতরা।
বিদায়ী বিধায়ক: শ্যামল সাঁতরা
প্রাপ্ত ভোট: ৯৮,৯০১
মোট ভোটার: ২,২১,৬১২
ভোট শতাংশ: ৯১
মোট প্রার্থী: ৪