Khejuri: মধ্যরাতে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর, আহত পুলিশ, তপ্ত খেজুরি
Khejuri: বাধা দিতে গিয়ে আক্রান্ত হন উদয় শঙ্কর মাইতি। তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হন আরও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীও। তাঁদের বাইকেও ভাঙচুর চলে।
পূর্ব মেদিনীপুর: আবারও উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। একাধিক গাড়ি, বাড়ি ভাঙচুর হয়েছে। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। আহত হন দুই পুলিশকর্মী। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শুক্রবার রাতে খেজুরি দু’নম্বর ব্লকের কয়াল চকে নবনির্বাচিত খেজুরি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতির বাড়িতে হামলা হয়। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়, তার গাড়িও ভাঙচুর করে। নেতার গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির বিজেপি-র দিকে।
বাধা দিতে গিয়ে আক্রান্ত হন উদয় শঙ্কর মাইতি। তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হন আরও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীও। তাঁদের বাইকেও ভাঙচুর চলে।
উল্লেখ্য, উদয় শঙ্কর মাইতি পঞ্চায়েত সমিতি নির্বাচনের সময় থেকেই বাড়িছাড়া ছিলেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে গেলে খেজুরির তালপাটি কোস্টাল থানার পুলিশের উপরেও হামলা চালানো হয়,গাড়ি ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ক্রমাগত উত্তপ্ত হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে মারধর, হামলার খবর কয়েকদিনের ব্যবধানে একাধিক এসেছে। যদিও বিজেপির বক্তব্য, এই ভাঙচুরের সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের নিজেদেরই কোন্দল হতে পারে। বহিরাগতদের নিয়ে এসে ঝামেলা করছে। এলাকার পরিবেশ নষ্ট করছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে দুই পক্ষ। আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।