Road accident in Maldah: মুন্ডু কেটে ছিটকে পড়ল রাস্তায়, ভয়াবহ পথ দুর্ঘটনায় মালদায় মৃত ৬

Subhotosh Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Aug 18, 2024 | 1:38 PM

Road accident in Maldah: শনিবার রাতে একটি জাইলো গাড়িতে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিলেন। সেই সময় গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে। জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

Road accident in Maldah: মুন্ডু কেটে ছিটকে পড়ল রাস্তায়, ভয়াবহ পথ দুর্ঘটনায় মালদায় মৃত ৬
২ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

Follow Us

মালদা: ভয়াবহ দুর্ঘটনা। মৃত ছয়। আশঙ্কাজনক আরও ১ জন চিকিৎসাধীন। মালদার ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন এক জন। মৃত ও আহতদের বয়স কুড়ির নিচে বলে জানা গিয়েছে।

এদিন রাতে একটি জাইলো গাড়িতে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিলেন। সেই সময় গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে। জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এক আরোহীর মাথা কেটে রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে। তার মধ্যে পাঁচজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দু’জনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় আরও একজনের।

ফোন পেয়েই দুর্ঘটনাস্থলে আসেন আহত ও নিহতদের পরিজনরা। আহত ও নিহতদের বাড়ি কালিয়াচকের আলিপুরে। প্রত্যেকের বয়স কুড়ির কম। এক আহতর বাবা বলেন, তিনি জানতেন না ছেলে কোথায় যাচ্ছে। তাঁকে ফোন করে বলা হয়, তাঁর ছেলের দুর্ঘটনা ঘটেছে। সেই ফোন পেয়েই এসেছেন তিনি।

আর এক ব্যক্তি বলেন, তাঁর ভাগ্নে দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানতে পারেন। ফোন পেয়েই চলে এসেছেন তিনি। কিন্তু, ওই সাতজন কেন মালদা আসছিলেন, তিনি তা বলতে পারেননি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article