মালদা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি। গ্রেফতার মালদার রতুয়ার বাসিন্দা এক ব্যক্তি। নয়ডা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম শেখ আতাউল। উত্তর প্রদেশের পুলিশ গ্রেফতার করে তাঁকে। আতাউলের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ।
রতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামের বাসিন্দা আতাউল। গত মাস পাঁচেক আগে উত্তর প্রদেশের নয়ডাতে যান। সঙ্গে ছিলেন আরও চারজন। পরিবারের দাবি, সেখানে তিনি রিকশা বা অটো চালাতেন। নয়ডাতে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন আতাউল। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।
আতাউলের বাবা ওসমান গনি বলেন, “আমার ছেলের মাথায় একটু সমস্যা রয়েছে। কখন কী বলে দেয় জানে না। আমার ছেলে ভুল করে বলে ফেলেছে। আমি চাই, ওকে ছেড়ে দেওয়া হোক।” আতাউলের ছেলে বলেন, “আমার বাবার একটু মাথার সমস্যা আছে। একটুতে রেগে যান। এর জন্য ওষুধও খাচ্ছেন।”
রতুয়ার বাসিন্দাদের বক্তব্য, বরাবর উগ্র মেজাজের আতাউল। সহজেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে তাঁর কাছে কোনও অস্ত্র নেই। নিরীহ পরিবারের ছেলে। আতাউলের পরিবারের একাধিক জনের মাথার সমস্যা রয়েছে বলে প্রতিবেশীরা জানান।
উত্তর প্রদেশ পুলিশ আতাউলের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কি না খতিয়ে দেখছে। নয়ডাতে আসলে আতাউল কী করতেন, কার কার সঙ্গে যোগাযোগ করতেন, সব খতিয়ে দেখা হচ্ছে।