Ration Scam: রেশনে পোকাধরা চাল দেওয়ার অভিযোগ, ডিলারকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Oct 27, 2023 | 8:22 PM

Ration Scam: রেশনের চালে গিজগিজ করছে পোকা। কিন্তু, সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে মালপত্র ফেলে চম্পট রেশন ডিলারের।

Ration Scam: রেশনে পোকাধরা চাল দেওয়ার অভিযোগ, ডিলারকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের
ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মালদহ: রেশন দুর্নীতি মামলায় জোরকদমে চলছে তদন্ত। গ্রেফতার ব্যবসায়ী বাকিবুর রহমান, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যে রেশন নিয়ে এত শোরগোল এবার সেই রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ মালদহে। অভিযোগ, রেশন তুলতে গেলে এলাকার বাসিন্দারা দেখেন রেশনের চালে গিজগিজ করছে পোকা। কিন্তু, সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে মালপত্র ফেলে চম্পট রেশন ডিলারের। ঘটনা মালদহের মানিকচক ব্লকের মধুপুরের।

অভিযুক্ত রেশন ডিলারের নাম চিন্ময় আচার্য। তাঁর দোকান থেকেই রেশন পান মধুপুর গ্রামের বাসিন্দারা। সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে সরকার। এদিন সেই সেই প্রকল্পের হাত ধরেই দেওয়া হচ্ছিল রেশনের চাল। কিন্তু, গ্রামবাসীদের অভিযোগ, যে চাল দেওয়া হয়েছে তা খাবার অযোগ্য। একইসঙ্গে তাঁদের আরও অভিযোগ, প্রত্যহই রেশন সামগ্রী দেওয়ার সময় লাগাতার কারচুপি করেন ওই ডিলার। বারবার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। 

এ প্রসঙ্গে মালদহ জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান বলেন, খারাপ খাদ্যদ্রব্য দেওয়া কোনওভাবেই ঠিক নয়। সরকারি নির্দেশ মেনেই সামগ্রী বণ্টন করা উচিত। বিষয়টি তিনি প্রশাসনকে জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত রেশন ডিলারের দাবি, বস্তার মধ্যে যে খারাপ চাল ছিল সেটা জানতাম না। গ্রামবাসীদের ভাল চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Next Article