মালদহ: বোলতার কামড় যে এতটা ভয়াবহ হতে পারে ভাবতেই পারছেন না নলদহরির বাসিন্দারা। সোমবার সকালে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেই সময় তাঁকে বোলতা কামড়ায়। সেই বিষাক্ত কামড়েই মারা যান তিনি। কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির নলদহরি এলাকার বাসিন্দা তিনি। নাম খগেন মণ্ডল (৬৫)। খগেনবাবুর পরিবারের আরও চার সদস্যও বোলতার কামড়ে আহত হন।
খগেন মণ্ডলের বাড়িতে আছে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে। প্রতিদিনই সকালে জমিতে কাজে যান খগেনবাবু। বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল কাজ সেরে ফিরে আসবেন ভেবেছিলেন। পরিবারের লোকজন জানান, জমির পাশে একটি বোলতার চাক আছে। সেই চাকে কোনওভাবে লেগে যায়। এরপরই বোলতার ঝাঁক বেরিয়ে আসে। খগেনবাবুর পায়ে হুল ফুটিয়ে দেয়।
বিষাক্ত বোলতার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। কৃষকের চিৎকার শুনে অন্যান্য কৃষক ছুটে আসেন। খবর দেওয়া হয় পরিবারকে। স্ত্রী, সন্তানরা এলে তাঁরাও বোলতার কামড় খান। তড়িঘড়ি সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে খগেন মণ্ডলের অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই জরুরি বিভাগের চিকিৎসকরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।