Malda: রাম-নবমীর শোভাযাত্রায় হতে পারে জঙ্গি হামলা? মালদহে আধা সেনা চাইলেন শ্রীরূপা

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 05, 2025 | 9:49 PM

Ram Navami: শ্রীরূপা বলেন, "আমি আশঙ্কা করছি রাম নবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। বিগত কয়েকমাস ধরে দেখছি মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়িতে পার্টিকুলার ফরমাটে অ্যাটাক করা হচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠন চুপি-চুপি এই সব করছে।"

Malda: রাম-নবমীর শোভাযাত্রায় হতে পারে জঙ্গি হামলা? মালদহে আধা সেনা চাইলেন শ্রীরূপা
বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: মালদহে রাম-নবমীর দিন হামলার আশঙ্কা বিজেপির। নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। মোথাবাড়ির মতো সন্ত্রাসের ছক কষছে স্লিপার-সেল। আশঙ্কার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন তিনি।

শ্রীরূপা বলেন, “আমি আশঙ্কা করছি রাম নবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে। বিগত কয়েকমাস ধরে দেখছি মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়িতে পার্টিকুলার ফরমাটে অ্যাটাক করা হচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠন চুপি-চুপি এই সব করছে।” তাঁর দাবি এই সকল জঙ্গি সংগঠনকে প্রতিহত করার মতো ক্ষমতা নেই পুলিশের। সেই কারণে আধাসেনা মোতায়েনের প্রয়োজনও মনে করেছেন বিজেপির শ্রীরূপা।

তিনি এও বলেন, “এরা এই সব করতে পারে কারণ আমাদের এখানে তুষ্ঠিকরণের রাজনীতি চলে। আমি বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছি।” বিজেপি বিধায়কের পাল্টা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “কিছু অভিনেতা-অভিনেত্রী আছে যাঁরা নিজেরা অভিনয় ঠিকঠাক না করে আগেই উঠোনের দোষ দিয়ে দেয়। উনি হচ্ছেন জাতপাত-হিন্দুত্বের ইস্যুতে বিধায়ক হয়ে গিয়েছেন। আগেই তাই উঠোনের দোষ জানাচ্ছেন। ওঁদের তো লোক হবে না। সেই কারণে প্রশাসনের দোষ দিচ্ছেন।”

Next Article