Bomb Recover: জোরালো বোমা বিস্ফোরণ মালদায়, ট্যাঙ্ক থেকে উদ্ধার ড্রাম-ড্রাম বোমা

Malda: তবে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক কালিয়াচক থানার মডেল এলাকায়। জানা গিয়েছে, পরিত্যক্ত ট্যাঙ্কিতে দুই জার ভর্তি বোমা মজুত ছিল। তার মধ্যে একটি জারের বোমাতে জোড়ালো বিস্ফোরণ হয়। এই খবর পেয়েই কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে।

Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2024 | 5:00 PM

মালদহ: মালদহে বোমা বিস্ফোরণ। কালিয়াচকে জোড়ালো বোমা বিস্ফোরণ। মজুত করে রাখা বোমা থেকে এই বিস্ফোরণ। গভীর রাতে বিস্ফোরণ ঘটল পরিত্যক্ত ট্যাঙ্কিতে মজুত করে রাখা বোমায়। উদ্ধার আরও বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বোম্ব স্কোয়াড। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

তবে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক কালিয়াচক থানার মডেল এলাকায়। জানা গিয়েছে, পরিত্যক্ত ট্যাঙ্কিতে দুই জার ভর্তি বোমা মজুত ছিল। তার মধ্যে একটি জারের বোমাতে জোড়ালো বিস্ফোরণ হয়। এই খবর পেয়েই কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা বলেন, “আগে ভারতকে পথ দেখাত পশ্চিমবঙ্গ। এখন বীরভূম পথ দেখিয়েছে। আগে তো বড়দের বলাই হত সন্দেহজনক জিনিস দেখলে হাত দেবেন না। পুলিশকে জানান। এখন বাড়ির বাচ্চাদের বলতে হবে কোনও বল দেখে যাতে খেলতে না যায়।”

তবে শুধু মালদহ নয়, এর আগে সাগরপাড়া থেকে শুরু করে বোলডাঙা, ডোমকল, নবগ্রাম, রেজিনগরে বোমা উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, ব্যারাকপুর, কেশপুর, সাইথিয়া, ব্যান্ডেলেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।