মালদা: অঙ্গনওয়াড়িগুলিতে বেহাল অবস্থা নিয়ে অতীতে বার বার অভিযোগ উঠে এসেছে। প্রসূতি ও শিশুদের জন্য রান্না হওয়ার খাবারে পোকা-মাকড় পাওয়ার খবরও মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে। আর এসবের মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ মালদার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অঙ্গনওয়াড়ির চাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ এক শিক্ষিকা ও রাঁধুনির বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ ব্লকের বাকিপুর এলাকায়। চাল চুরির চেষ্টার সন্দেহে শিক্ষিকা ও রাঁধুনিকে প্রায় ঘণ্টা দু’য়েক ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে চলে তুমুল বিক্ষোভ।
বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়িতে খাবার চুরি হয়ে যায়। বাচ্চারা খেতে পায় না ঠিকভাবে। খাবার নিয়ে মাঝে মধ্যেই বাকিপুরে এই অঙ্গনওয়াড়িতে ঝামেলা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। এই নিয়ে মাসে তিন বার অঙ্গনওয়াড়ি থেকে চাল চুরির চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। এলাকার এক মহিলা জানাচ্ছেন, “আজ হাতেনাতে ধরা পড়ে গিয়েছে। দু’জনেই ধরা পড়ে গিয়েছে। রাঁধুনিও ধরা পড়েছে, দিদিমণিও। দু’জনেরই শেয়ার আছে এখানে। আমরা এটার বিচার চাই।”
গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠে আসছে। তাঁরা বলছেন, “বার বার বলার পরেও এরা নিজেদের সংশোধন করেননি। বাচ্চারা খেতে পায় না, খাবার বাইরে চলে যায়। সেই অভিযোগেই আজ তাঁদের আটকানো হয়েছে। আমরা মাঝেমধ্যেই অঙ্গনওয়াড়ি থেকে চাল বেরতে দেখি। এগুলি নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেয়, নাকি বাড়িতে নিয়ে যায়, সেটি তাঁরাই জানে।”
যদিও গ্রামবাসীরা যে অভিযোগ তুলছেন, তা পুরোপুুরি মিথ্যা বলেই দাবি ওই অঙ্গনওয়াড়ির শিক্ষিকার। এদিকে গ্রামবাসীদের এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় চাঁচল থানার পুলিশও। শেষে পুলিশের মধ্যস্থতায় আপাতত ঘটনার মীমাংসা হয়ে যায়।
মালদা: অঙ্গনওয়াড়িগুলিতে বেহাল অবস্থা নিয়ে অতীতে বার বার অভিযোগ উঠে এসেছে। প্রসূতি ও শিশুদের জন্য রান্না হওয়ার খাবারে পোকা-মাকড় পাওয়ার খবরও মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে। আর এসবের মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ মালদার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অঙ্গনওয়াড়ির চাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ এক শিক্ষিকা ও রাঁধুনির বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ১ ব্লকের বাকিপুর এলাকায়। চাল চুরির চেষ্টার সন্দেহে শিক্ষিকা ও রাঁধুনিকে প্রায় ঘণ্টা দু’য়েক ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে চলে তুমুল বিক্ষোভ।
বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়িতে খাবার চুরি হয়ে যায়। বাচ্চারা খেতে পায় না ঠিকভাবে। খাবার নিয়ে মাঝে মধ্যেই বাকিপুরে এই অঙ্গনওয়াড়িতে ঝামেলা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। এই নিয়ে মাসে তিন বার অঙ্গনওয়াড়ি থেকে চাল চুরির চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। এলাকার এক মহিলা জানাচ্ছেন, “আজ হাতেনাতে ধরা পড়ে গিয়েছে। দু’জনেই ধরা পড়ে গিয়েছে। রাঁধুনিও ধরা পড়েছে, দিদিমণিও। দু’জনেরই শেয়ার আছে এখানে। আমরা এটার বিচার চাই।”
গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠে আসছে। তাঁরা বলছেন, “বার বার বলার পরেও এরা নিজেদের সংশোধন করেননি। বাচ্চারা খেতে পায় না, খাবার বাইরে চলে যায়। সেই অভিযোগেই আজ তাঁদের আটকানো হয়েছে। আমরা মাঝেমধ্যেই অঙ্গনওয়াড়ি থেকে চাল বেরতে দেখি। এগুলি নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেয়, নাকি বাড়িতে নিয়ে যায়, সেটি তাঁরাই জানে।”
যদিও গ্রামবাসীরা যে অভিযোগ তুলছেন, তা পুরোপুুরি মিথ্যা বলেই দাবি ওই অঙ্গনওয়াড়ির শিক্ষিকার। এদিকে গ্রামবাসীদের এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় চাঁচল থানার পুলিশও। শেষে পুলিশের মধ্যস্থতায় আপাতত ঘটনার মীমাংসা হয়ে যায়।