Malda: প্রলোভনের ফাঁদে পেতে ঘনিষ্ঠতা, তারপর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল…স্বামীর মর্মান্তিক পরিণতিতে স্ত্রী যা করলেন
Malda: নিজেই মোবাইলে সেই ভিডিয়ো করেন। এবং মৃত্যুর আগে সেই ভিডিয়ো অভিযুক্ত প্রতিমা বিশ্বাসের নির্দিষ্ট নম্বরে পাঠান। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

মালদহ: প্রথমে প্রলোভনের ফাঁদে ফেলে ঘনিষ্ঠতা, তারপর ধীরে ধীরে সম্পর্ক। পরে ঘনিষ্ঠ মুহুর্তের ছবি, ভিডিয়ো, চ্যাট, দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল। অবশেষে ব্ল্যাকমেইলের চাপে মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক। মালদহের বামোনগোলার ঘটনা। গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত মহিলা। মৃত যুবকের স্ত্রী মালদা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। পুলিশ সুপার দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বামোনগোলা থানার আইসিকে। জোর কদমে অভিযুক্তদের খোঁজে নেমেছে পুলিশ। যদিও তার আগে তিনি বামোনগোলা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযুক্ত মহিলা গ্রেফতার না হওয়া, তদন্ত থমকে থাকায় তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হন। সেখানে আবার অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনোজিৎ মণ্ডল।
অভিযোগ, প্রথমে সামাজিক মাধ্যমে আলাপ, তারপর ঘনিষ্ঠতা বাড়িয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আদানপ্রদান, ভিডিয়ো, হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন প্রতিমা বিশ্বাস নামে এক মহিলা । মৃতের স্ত্রী যুথিকার অভিযোগ, তাঁর স্বামীকে দিনের পর দিন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেইল করা হত। মোটা টাকা আদায় করতেই থাকতেন প্রতিমা। উত্তররোত্তর তাঁদের চাপ বেড়েই চলেছিল, লোভের সঙ্গে বাড়ছিল টাকার অঙ্কও। এই পরিস্থিতিতে নদীর ধারে গিয়ে কীটনাশক খান মনোজিৎ।
আত্মহত্যার আগে নিজেই মোবাইলে একটি ভিডিয়ো করেন মনোজিৎ। কীটনাশক যে খাচ্ছেন, সেই ভিডিয়ো করেন মৃত্যুর আগে সেই ভিডিয়ো অভিযুক্ত প্রতিমা বিশ্বাসের নির্দিষ্ট নম্বরে পাঠান। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে এলাকার মানুষও। অন্যদিকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। তবে পুলিশ সুপারের নির্দেশে তৎপর বামোনগোলা থানার পুলিশ। যোগাযোগ করা গাজোল থানায়। অভিযুক্তদের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





