মালদহ: আবার রাজ্যে দেখা মিলল তার। প্রায় পঞ্চাশ বছর পর বাংলায় দেখা মিলল এই পক্ষীর। বিরল প্রজাতির এই অস্ট্রেলিয়ান গ্রাস আউল আবার দেখা গেল এখানে। শেষবার এর দেখা মিলেছিল ১৯৮০ সালে বোলপুরে শান্তিনিকেতনে।
সম্প্রতি পক্ষী পর্যবেক্ষকদের একদল মালদার গঙ্গার চর এলাকায় দেখা পান অস্ট্রেলিয়ান গ্রাস আউলের। জানা গিয়েছে,মালদহের বন বিভাগের পক্ষ থেকে গত ডিসেম্বর মাস থেকে মালদার গঙ্গার বিভিন্ন চর এলাকায় পক্ষী সুমারি চলছে। যার অঙ্গ হিসেবে পক্ষী পর্যবেক্ষকদের এক দল মালদার ফরাক্কা সীমান্ত থেকে বিহার সংলগ্ন কাটাহা দিয়ারা গঙ্গার চর এলাকায় পক্ষী সুমারির কাজ করেন। সেই পক্ষী সুমারি করতে গিয়েই মালদার গঙ্গার চর এলাকায় দেখা মিলল বিরল প্রজাতির অস্ট্রেলিয়ান গ্রাস আউলের।
পক্ষী প্রেমী সন্দীপ দাস সেই অস্ট্রেলিয়ান গ্রাস আউলের ছবি প্রথম ক্যামেরাবন্দী করেন। এই প্রসঙ্গে পক্ষী সুমারির সঙ্গে যুক্ত পক্ষী প্রেমী সুভাশিস সেনগুপ্ত ও মালদহ জেলা বনাধিকারিক জিজু জেসফার জানান, “পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখীর সংখ্যা খুবই কম। শেষবার ১৯৮০ সালে শান্তি নিকেতনে দেখা মিলেছিল অস্ট্রেলিয়ান গ্রাস আউলের। এরপর প্রায় ৫০ বছর পর দেখা মিলল মালদার গঙ্গার চর এলাকায়।”