Malda: গাছে বেঁধে চোখের পর যৌনাঙ্গ উপড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, নৃশংস ঘটনা মালদহে

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 02, 2025 | 5:28 PM

Malda: বাটুলের সঙ্গে ভান্ডারিয়া এলাকার বাসিন্দা রফিকুল আলমের আগে থেকেই বিবাদ ছিল।এই নিয়ে গ্রামে বসে শালিসি সভা। বিচার হয়। কিন্তু এরপরেও আক্রোশ কমেনি রফিকূলের।

Malda:  গাছে বেঁধে চোখের পর যৌনাঙ্গ উপড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, নৃশংস ঘটনা মালদহে
আক্রান্ত যুবক
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ:  গাছে বেঁধে চোখ খুবলে নেওয়ার পর যৌনাঙ্গ উপড়ে নেওয়ার চেষ্টা। নৃশংস ঘটনা মালদহের চাঁচল থানার ভান্ডারিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম বাটুল শেখ। বাড়ি যদুপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাটুলের সঙ্গে ভান্ডারিয়া এলাকার বাসিন্দা রফিকুল আলমের আগে থেকেই বিবাদ ছিল।এই নিয়ে গ্রামে বসে শালিসি সভা। বিচার হয়। কিন্তু এরপরেও আক্রোশ কমেনি রফিকূলের। মঙ্গলবার সন্ধ্যায় বাটুল ওই এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্ট দেখতে যায়।

অভিযোগ, খেলা দেখে ফেরার পথেই বাটুলের ওপর হামলা হয়। রফিকূলের দলবল নিয়ে বাটুলকে রাস্তা থেকে তুলে কলাবাগানে নিয়ে গিয়ে লোহার রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। তারপর গাছে বেঁধে চলে নৃশংস অত্যাচার। সমগ্র ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের স্ত্রী।

বাটুল শেখ আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। চোখ সহ শরীরের একাধিক জায়গায় রয়েছে গভীর ক্ষত। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

 

Next Article