Malda: ছেলেটাকে তল্লাশি চালাতেই হাতে ঠেকল শক্ত কিছু, স্তম্ভিত পুলিশও

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 03, 2024 | 1:44 PM

Malda: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আকাশ। বয়স ২৫ বছর। বাড়ি উত্তর দিল্লির নারেলা এলাকায়। অভিযুক্ত যুবক কালিয়াচকের বালিয়াডাঙা চাতরা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাতরা এলাকায় অভিযান চালায়।

Malda: ছেলেটাকে তল্লাশি চালাতেই হাতে ঠেকল শক্ত কিছু, স্তম্ভিত পুলিশও
কী ছিল তার কাছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: রাস্তার আশপাশে ঘোরাঘুরি করছিল ওরা। তক্কে-তক্কে ছিল পুলিশও। আধিকারিকদের সন্দেহই এল কাজে। পাকড়াও করলেন ওদের। পরে তল্লাশি চালাতেই হাতে শক্ত-শক্ত কিছু ঠেকল। তারপর খোঁজাখুঁজি করতেই উদ্ধার জাল নোট। শুধু জাল নোট বলা ভুল হবে। একের পর এক টাকার বন্ডিল উদ্ধার হল তার কাছ থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আকাশ। বয়স ২৫ বছর। বাড়ি উত্তর দিল্লির নারেলা এলাকায়। অভিযুক্ত যুবক কালিয়াচকের বালিয়াডাঙা চাতরা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাতরা এলাকায় অভিযান চালায়। এরপর তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় দুই লক্ষ টাকার জালনোট।

অভিযুক্ত যুবক কোথা থেকে বিপুল অঙ্কের জালনোট। কোথায় নিয়ে যাচ্ছিল? এই চক্রে আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Next Article