Malda: ছাগল খেয়েছিল বাঁধাকপি, তাই নিয়ে ঝামেলা, খুন পঞ্চায়েত সচিব

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2025 | 10:01 PM

Malda: জানা গিয়েছে, জমি নিয়ে পুরনো বিবাদ ছিলই দুই পরিবার আত্মীয় স্বজনের মধ্যে। মূল বিবাদ ছিল দুই কাকাতো ভাই বিরেন মণ্ডল এবং ফেকন মণ্ডলের মধ্যে। আজ আবার বিরেনের একটা ছাগল ফেকনের বাঁধা কপি লাগানো জমিতে ঢুকে পড়ে, কয়েকটা বাঁধা কপির পাতা চিবিয়ে ফেলে। আর তা নিয়েই তুলকালাম বেঁধে যায়।

Malda: ছাগল খেয়েছিল বাঁধাকপি, তাই নিয়ে ঝামেলা, খুন পঞ্চায়েত সচিব
এই জায়গায় খুন হয়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: জমিতে টাটকা বাঁধাকপি দেখে খেতে ঢুকে পড়ে একটা ছাগল। আর তা নিয়েই বিবাদ এবং সংঘর্ষ। রঙের উৎসবে রক্তে ভাসল মালদা। এলোপাথাড়ি কোপ মেরে খুন পঞ্চায়েত সচিব, কোপ তাঁর স্ত্রীকেও,তিনিও আশঙ্কাজনক। পাশাপাশি গুরুতর আহত আর পাঁচজন। ঘটনা ভুতনি থানার হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলা গ্রামের।

জানা গিয়েছে, জমি নিয়ে পুরনো বিবাদ ছিলই দুই পরিবার আত্মীয় স্বজনের মধ্যে। মূল বিবাদ ছিল দুই কাকাতো ভাই বিরেন মণ্ডল এবং ফেকন মণ্ডলের মধ্যে। আজ আবার বিরেনের একটা ছাগল ফেকনের বাঁধা কপি লাগানো জমিতে ঢুকে পড়ে, কয়েকটা বাঁধা কপির পাতা চিবিয়ে ফেলে। আর তা নিয়েই তুলকালাম বেঁধে যায়। অভিযোগ, লোকজন নিয়ে ফেকন হামলা চালাতে যায়। সেই সময় হোলির রঙ খেলা চলছিল। ফেকন হামলা চালাতে এলে বিরেনের সঙ্গে দাঁড়ায় তাঁর ভাই কমল মণ্ডল তাঁর স্ত্রী সহ আরও কয়েকজন। দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। এরপরেই হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় কমল মণ্ডল ও তাঁর স্ত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমলের।

জানা যাচ্ছে, কমল হলেন দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব। তাঁর স্ত্রীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে কলকাতা রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহের তৃণমূল সহ সভাপতি বলেন, “পারিবারিক বিবাদে খুন হয়েছে। কী কারণে আমরা তো আর জানি না। পুলিশ জানে বাকিটা।” তবে বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ,জেলা প্রশাসনের ব্যার্থতার জন্যেই এক পঞ্চায়েত সচিবকে প্রকাশ্যে খুন হতে হল। জেলা জুড়েই অস্ত্র আর মাদকের কারবার বেড়ে চলেছে। আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। বিজেপির বর্তমান সম্পাদক প্রাক্তন সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল বলেন, “এই রাজ্যে হচ্ছেটা কী? একটা ছাগলের বাধাকপি খাওয়াকে কেন্দ্র করে খুন? প্রশাসন দেখুক ব্যাপারটা।”

Next Article