AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ভাইয়ের বৌ এর দিকে নজর! মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মার, পলাতক পুলিশ কর্মী

Malda: জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিক হোম গার্ড পদে সামসি ফাঁড়িতে কর্মরত। পরিবার সূত্রে খবর, সম্পর্কে ওই মহিলা পুলিশ আধিকারিকের ভাইয়ের বৌ। মহিলার স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক। অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত্রিবেলা দরজা ভেঙে তাঁর ভাইয়ের বাড়িতে ঢোকে।

Malda: ভাইয়ের বৌ এর দিকে নজর! মহিলা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মার, পলাতক পুলিশ কর্মী
মালদহে বধূ নির্যাতন Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2024 | 7:13 PM
Share

মালদহ: মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। রাজি না হওয়ায় তাঁর পেটের উপরে উঠে মারধরের অভিযোগ। অভিযুক্ত পুলিশ কর্মী। মালদহর মানিকচকের ঘটনা।

জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিক হোম গার্ড পদে সামসি ফাঁড়িতে কর্মরত। পরিবার সূত্রে খবর, সম্পর্কে ওই মহিলা পুলিশ আধিকারিকের ভাইয়ের বৌ। মহিলার স্বামী পেশায় পরিযায়ী শ্রমিক। অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত্রিবেলা দরজা ভেঙে তাঁর ভাইয়ের বাড়িতে ঢোকে। এবং ভাইয়ের স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। সেই মহিলা প্রতিবাদ করায় তাঁকে প্রায় বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তাঁর স্বামীও।

মহিলার স্বামী জানান,”এর আগেও তাঁর স্ত্রীকে তাঁর দাদা ধর্ষণ করার চেষ্টা করেছে।” তিনি আরও বলেন, “আমার দাদার বিরুদ্ধে বহু অভিযোগ। যখনই বাড়ি আসে আমার বৌকে ধর্ষণ করতে চায়। ওর দিকে নজর আছে। গত ২ তারিখ আমার বৌ-এর চুলের মুঠি ধরে মেরেছে। ঘর ভাঙচুর করেছে। এমনকী,ঘরে ২০ হাজার টাকা রাখা ছিল সেইটাও নিয়ে গিয়েছে। বৌ-এর পেটের উপরে মেরেছে। এর আগে বৌ-কে বলেছে, ওর সঙ্গে সম্পর্কে থাকতে হবে। গোটা বিষয়টি মানিকচক থানায় বলেছি। ওরা অভিযোগ নিচ্ছে না। এমনকী কোর্ট কেস পর্যন্ত করেছি।” অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। অভিযুক্ত পুলিশ কর্মী পলাতক।