Malda: বিয়ারের বোতল দিয়ে ব্যবসায়ীর মাথায় মার, অভিযুক্ত তৃণমূল নেতা
Malda: রক্তাক্ত অবস্থায় ছুটে পালাতে যান সুনীল। বাথরুম থেকেও তাঁকে ধরে এনে মারা হয় বলে অভিযোগ। ভাঙা বিয়ারের বোতল দিয়ে ফের আঘাত করা হয়। পিস্তল থেকে তাঁরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। পরে বাইরের লোকজন ছুটে আসতে শুরু হলে এলাকা ছাড়ে তাঁরা।
মালদহ: ব্যবসায়ীকে বিয়ারের বোতল নিয়ে মার। রেস্তোঁরার মধ্যেই মাথায় একাধিকবার আঘাত। শুধু তাই নয় গুলি করেও খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল কর্মীর দাদাগিরিতে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের নারায়ণপুর এলাকার ঘটনা।
ঘটনাটি ঘটেছে গত ১৪ মে-র রাত্রিবেলা। জানা যাচ্ছে সুনীল চৌরাসিয়া নামে এক ব্যবসায়ী একটি রেস্তোরাঁয় তাঁর এক বন্ধুর সঙ্গে বসে খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের ভাই নাসিম এবং তাঁর অনুগামী তৃণমূল কর্মীরা মদ্যপান করছিল। তাঁদের সঙ্গে প্রথমে বচসা হয়। পরে হামলা চালানোর অভিযোগ ওঠে নাসিম সহ অন্যান্যদের বিরুদ্ধে। বিয়ারের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় ছুটে পালাতে যান সুনীল। বাথরুম থেকেও তাঁকে ধরে এনে মারা হয় বলে অভিযোগ। ভাঙা বিয়ারের বোতল দিয়ে ফের আঘাত করা হয়। পিস্তল থেকে তাঁরা কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। পরে বাইরের লোকজন ছুটে আসতে শুরু হলে এলাকা ছাড়ে তাঁরা। রক্তাক্ত অচৈতন্য সুনিল চৌরাশিয়াকে তুলে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে তৃণমূল নেতা সেখ ইয়াসমিনের বক্তব্য, এরমধ্যে রাজনীতি নেই। তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর বক্তব্য, পুলিশ ব্যবস্থা নেবে।