Maldah: বিড়ির ব্যবসা, সঙ্গে বেচতেন চিপসও! ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2024 | 4:02 PM

Maldah: দীর্ঘ ২০ বছর ধরে তুলসিহাটা জোত বহরমপুর এলাকায় বাড়ি করে একলাই থাকতেন। বিড়ির ব্যবসা ও বাচ্চাদের  চিপসের প্যাকেট বাংলা ও বিহারে মুদিখানার দোকানে সাইকেলে করে ফেরি করে বিক্রি করতেন। বিকালে বের হতেন আর রাতে বাড়ি ফিরতেন।

Maldah: বিড়ির ব্যবসা, সঙ্গে বেচতেন চিপসও! ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ফেরিওয়ালার দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদহ: মাঠের মধ্যে ফেরিওয়ালার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। মৃত ব্যক্তির নাম নিমাই সাহা (৫০)। তাঁর বাড়ি মালদহের ষোলোমাইল থানার বৈষ্ণবনগরে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘ ২০ বছর ধরে তুলসিহাটা জোত বহরমপুর এলাকায় বাড়ি করে একলাই থাকতেন। বিড়ির ব্যবসা ও বাচ্চাদের  চিপসের প্যাকেট বাংলা ও বিহারে মুদিখানার দোকানে সাইকেলে করে ফেরি করে বিক্রি করতেন। বিকালে বের হতেন আর রাতে বাড়ি ফিরতেন। ছোট একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ঘরে একলাই থাকতেন। রাস্তার ধারে মাঠের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর হরিশ্চন্দ্রপুর‌ থানার পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নির্জন জায়গা হওয়াতে কেউ খুন করে ফেলে দিয়ে গিয়েছে কিনা, তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Next Article