মালদহ: এক মহিলা সদস্যকে অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ। গ্রেফতার বিজেপি প্রধান। দলীয় কার্যালয়েই জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বের উপস্থিতিতেই গ্রাম পঞ্চায়েতের বিজেপি মহিলা সদস্যাকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর । অর্ধনগ্ন করে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই পঞ্চায়েত সদস্যা। মালদহের মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
আক্রান্ত মহিলার দাবি, প্রধানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তাঁকে মারধর করা হয়েছে। যদিও বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষের দাবি, মারধরের ঘটনা ঘটেনি। পুরনো বিবাদের জেরে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
জানা যাচ্ছে, আক্রান্ত পঞ্চায়েত সদস্যা প্রতিমা মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত সদস্য। এই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপি প্রধান শক্তি মন্ডল। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল।
ব্লক ও জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মণ্ডল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই সমস্ত অভিযোগ নিয়েই মানিকচক বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বে নির্দেশমতো একটি সভা ডাকা হয়। যে সভায় সংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ সহ দলের সাংগঠনিক পদাধিকারী নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এই আলোচনা চলাকালীন পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল দলীয় সদস্যার ওপর চড়াও হন। প্রধান সহ তার অনুগামীরা পঞ্চায়েত সদস্যাকে বেধড়ক মারধর শুরু করেন বলে অভিযোগ। মাকে মারধর করতে দেখে ছেলে বঙ্কিম বাঁচাতে যান। তাঁর ওপরেও চড়াও হন বলে অভিযোগ। কোনওক্রমে আক্রান্ত পঞ্চায়েত সদস্যাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।